চীনের কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন ২৮ জুন হংকংয়ে বলেছেন, হংকংস্থ চীনের কেন্দ্রীয় সংস্থা ও হংকংস্থ চীনের পুঁজি সংস্থার কর্মকর্তাদের উচিত "এক দেশ দুই সমাজ ব্যবস্থা"নীতির প্রবর্তন জোরদার করা এবং কঠোরভাবে মৌলিক আইন অনুযায়ী তার বাস্তবায়ন করা।
চিয়া ছিংলিন হংকংস্থ চীনের কেন্দ্রীয় সংস্থা ও চীনের পুঁজি সংস্থার প্রধান দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেছেন।
তিনি বলেছেন, বর্তমানে হংকংয়ের পরিস্থিতি খুব ভাল। প্রশাসক ও বিশেষ অঞ্চলের সরকারের গণ সমর্থন বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। সমাজের পরিবেশ আরো উন্নত হয়েছে। এটা হচ্ছে সার্বিকভাবে "এক দেশ দুই সমাজ ব্যবস্থা" , " হংকংবাসীদের দ্বারা হংকং শাসন" এবং উচ্চ পর্যায়ের স্বশাসন নীতি প্রবর্তনের সাফল্য। বিশেষ করে হংকং বিশেষ অঞ্চলের সরকার এবং ব্যাপক শহরবাসীর ঐক্যবদ্ধ চেষ্টার ফসল।
চিয়া ছিংলিন আশা করেন, হংকংয়ের কর্মকর্তজন পুরোপুরিভাবে সেতুর মত ভূমিকা পালন করে হংকংয়ের বিভিন্ন গোষ্ঠীর জনগণের মধ্যে সম্পর্ক তৈরী করে সমাজের পরিস্থিতি ও জনগণের ইচ্ছাকে জেনে পারস্পরিক আদান-প্রদান জোরদার করে অব্যাহতভাবে মাতৃভূমির প্রতি হংকংয়ের জনগণের ভালোবাসা বাড়াবেন।
|