v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-28 17:27:37    
বিশ্বকাপ সংশ্লিষ্ট বিষয়

cri
২০ জুন পর্যন্ত ২০০৬ সাল জার্মানী বিশ্বকাপে জার্মানী, ইকুয়েডর, ইংল্যান্ড, সুইডেন আর্জেনটিনা, নেদারল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল দলের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ নিশ্চিত হয়েছে। প্রথম পর্যায় পেইচিং সময় ২৪ জুন সমাপ্ত হবে। ব্রিটেনের তথ্য বার্তা সংস্থা বিশ্বকাপের প্রথম সপ্তাহের প্রতিযোগিতার সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচন করেছে। সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক ছিলেন ট্রিনিদাদ ও টোবাগোর শাকা হিসলোপ, সর্বশ্রষ্ঠ ডিফেন্ডার ব্যাক হয়েছেন জার্মানীর ফিলিপ লাহম, ইংল্যান্ডের জোন টেরী, আর্জেনটিনার রোবার্টো আয়ালা, চেকের জডেনেক গ্রীগেরা। সর্বশ্রষ্ঠ মিডফিল্ড লিংক ছিলেন নেদারল্যান্ডের আর্জেন রোবেন, অস্ট্রেলিয়ার টিম কাহিল, ব্রাজিলের কাকা, চেকের টমাস রসিকী। সর্বশ্রেষ্ঠ হাফ ব্যাক ছিলেন আর্জেনটিনার জাভিয়ের সাভিঅলা আর স্পেনের টোরেস। বাংলাদেশে অসংখ্য ফুটবল প্রেমী আছে। এদের মধ্যে সংসদ সদস্যরাও রয়েছেন। বিশ্বকাপের জন্যে তাঁরা প্রতিযোগিতার সময়ে সংসদের অধিবেশনের সময় কমানোর প্রস্তাব দিয়েছেন। ১৯ জুন ব্রাজিলের সাও পাওলোর ফোলহা পত্রিকার খবরে প্রকাশ, বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্যরা স্পীকার আখতার হামিদ সিদ্দিকীর কাছে বিশ্বকাপের চলাকালে সংসদ অধিবেশনের সময় কমানোর প্রস্তাব দিয়েছে, যাতে বেশি সময় নিয়ে বিশ্বকাপ দেখা যায়। খবরে প্রকাশ, ১৮ জুন বাংলাদেশের জাতীয় সংসদের একবার অধিবেশন ব্রাজিল-অস্ট্রেলিয়া প্রতিযোগিতার একই সময় অনুষ্ঠিত হয়েছে, সেজন্যে সদস্যরা এ প্রস্তাব দিয়েছেন। তাছাড়া, বিরোধী দলগুলো এ সুযোগে সরকারের প্রতি বিশ্বকাপের সময়ে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার আবেদন জানিয়েছে। এবারকার বিশ্বকাপের টিভিসম্পচারের অধিকার সম্পন্ন সুইজার্ল্যান্ডের ইনফ্রোন্ট কম্পানির পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে ৩২বিলিয়ন পার্সন টাইমস দর্শক টেলিভিশনের মাধ্যমে বিশ্বকাপ প্রতিযোগিতা দেখেছেন, এবং বহু দেশ ও অঞ্চলের দর্শকের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। যেমন, নেদারল্যান্ডে ৯০% দর্শক নেদারল্যান্ডের প্রতিযোগিতা দেখেছেন। পর্তুগাল ও এ্যাংগোলার প্রতিযোগিতা দেখার দর্শক সংখ্যা টেলিভিশন দর্শকের মোট সংখ্যার ৮০%, গত বিশ্বকাপের চেয়ে তিনভাগের একভাগ বেড়েছে। জার্মানীতে ২কোটি লোক উদ্বোধনী প্রতিযোগিতা দেখেছেন, এবং ২.৫কোটি লোক জার্মানী-পোল্যান্ড প্রতিযোগিতা দেখেছেন, জার্মানীর বিশ্বকাপ দর্শক সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে।