চীনের অর্থমন্ত্রী চিন রেন ছিং ২৭ জুন পেইচিংয়ে বলেছেন , ২০০৫ সালে চীনের শুল্কের হার ১০.৪ শতাংশ থেকে ৯.৯ শতাংশে নেমেছে । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির একটি অধিবেশনে ২০০৫ সালের চূড়ান্ত হিসাব সংক্রান্ত একটি ভাষণে তিনি এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , চীন আমদানি ও রপ্তানি পণ্যের কর নীতি পরিবর্তন করেছে , কৃষি পণ্য ও শিল্প পণ্যের গড়পড়তা হার আগের চেয়ে নেমেছে । তা ছাড়া চীন সবচেয়ে অনুন্নত দেশগুলোর প্রতি কর আদায়ের ব্যাপারে বিশেষ সুবিধা দিয়েছে ।
চিন রেন ছিং আরো বলেছেন , এ বছর চীন খাবার তেল প্রভৃতি শতাধিক পন্যের কর কমানোর ব্যবস্থা নিয়েছে ।
|