v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-28 16:15:47    
আই ইয়ো সংগীত সংকলন

cri
    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে চীনের মূলভূভাগের আই ইয়ো সংগীত দলের প্রথম সংগীত সংকলন "দূরদুরান্তের" পরিচয় করিয়ে দেবো।

    শরত্কালের ঝরন্ত পাতা নিরন্তভাবে আমার মন কম্পিত করে তুলছে ঘনিষ্ঠভাবে পাশাপাশি বসার দৃশ্য গতকালে পড়েছিল , আমি এখানে থেকে যেতে ইচ্ছুক। শরত্কালের রূপকথা কিভাবে আবার বাস্তবায়িত হবে ? আপনারা এখন শুনতে পাচ্ছেন আই ইয়ো সংগীত দলের প্রথম সংগীত সংকলন "দূরদুরান্তের" গান "শরত্কালের রূপকথা"। গানের কবিত্বময় কথায় রোমান্টিক ও স্নেহময় পরিবেশ সৃষ্টি করা হয় । গায়িকা সিউলির গাওয়া গান প্রত্যেক লোকের মন মাতিয়ে তুলে ।

    আই ইয়ো সংগীত দল ২০০৩ সালে গঠিত হয় । এই দল গায়িকা সিউলি এবং পুরুষ গিটার-বাদক ওয়াং ছাও নিয়ে গঠিত ।সিউলির বিশেষ কন্ঠ শক্তিশালী,আসল ও মেকী কন্ঠের পরিবর্তন খুবই চমত্কার । গান গাওয়া ছাড়া সিউলি অভিনয় বিভাগে লেখাপড়া করেছেন বলে তাঁর সুন্দর চেহারা ও চমত্কার অভিনয়ের মাধ্যমে তিনি বহু বিজ্ঞাপন ব্যবসায়ীদের কাছে একজন ভালো বাসার পাত্র । ২০০৪ সালে তিনি "আকাশের শহর"নামে একটি ধারাবাহিক নাটক অভিনয় করেন এবং তা গোটা এশিয় অঞ্চলে প্রচারের জন্যে তিনি অনেক লোকদের সমাদর পান । গিটার-বাদক ওয়াং ছাও একজন সংগীতকারও বটো , এই সংগীত দল প্রতিষ্ঠার আগে তিনি ছেনলিন, ইয়াংখুন, লিছুয়ান প্রমুখ গায়কের জন্যে সংগীত সংকলন তৈরী করেন এবং গিটার বাজান । সঙ্গে সঙ্গে তিনি কিছু ছায়াছবির জন্যেও সংগীত রচনা করেন এবং লোকদের ব্যাপক প্রশংসা পান ।

    আই ইয়ো সংগীত দল প্রতিষ্ঠার পর সিউলি আর ওয়াংছাও দু'বছরের প্রস্তুতির মাধ্যমে ২০০৫ সালে তাঁদের প্রথম সংগীত সংকলন "দূরদুরান্তে" সম্পন্ন করেন । আপনারা এখন শুনতে পাচ্ছেন এই সংগীতের প্রধান গান "দূরদুরান্তে" এই গান হচ্ছে আধুনিক ও প্রাচীন সংগীতের চমত্কার সংমিশ্ররণ। গানের শুরুতে পুরনো গ্রামাফোনের আওয়াজ ব্যবহৃত হয়, তারপর হাল্কা রক এন্ড রোল সংগীত আর গিটারের দ্রুত ও সরল সুরও ভেসে আসে । তাতে গোটা গানের মর্ম বর্ণনা করা হয় । গানের শেষে প্রাচীন কোটো ব্যবহৃত হওয়ার কারণে আধুনিক সুর প্রাচীন আমেজ নিয়ে আঘা হয় ।

    "দূরদুরান্তের" ১১টি গানের সুরকার হচ্ছেন ওয়াং ছাও । গোটা সংগীত সংকলনে স্পষ্ট ছন্দের ওপর গুরুত্ব দেয়া হয়, সুর সুন্দর, দ্রুত ও আস্তে ছন্দ সুশৃংখল । যদিও এই সংগীত সংকলনে প্রধানত রক এন্ড রোলের সংগীত রয়েছে ,তবুও সংকলনে কয়েকটি ভাবানুভূমি প্রকাশের গানও সংগ্রহ করা হয় । "মুক্তি" হচ্ছে এই সংকলনের একটি নমনীয় গান । তা তার জাতীয় বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে সঙ্গে সুগভীর কন্ঠে গাওয়া গান,শুনতে শুনতে ছায়াছবির মূল সংগীতের মতো ।

    "ধুসর আকাশে ও কালো মেঘে আর টক বৃষ্টি পড়ছে , আমাকে রয়ে গেছি , তুমি চলে গেছো। উত্তর মেরুর আলো আর দক্ষিণ মেরুর তারা সবই বিলিন হয়ে গেছে, আমি ও তুমি না নাকলে কি যায় আসে । কোনো লোকের সান্ত্বনা লাগবে না, আমাকে মুক্ত করতে কোনো লোকের দরকার পড়বে না । আমি ধ্বংস হবো না।

    "দূরদুরান্তের"সংকলনে সংগীতকার ওয়াং ছাও'ও প্রথমবারের মতো গান গেয়েছেন । তাঁর সহকর্মী সিউলির সঙ্গে তিনটি গান গেয়েছেন । এদের নাম "ছায়াছবির ফিলম". "দিগন্তের নীচে বৈদ্যুতিক আলো" আর "বিনাদ্বিধায়" । এখন আপনারা সিউলি আর ওয়াংছাও'র মিলিত কন্ঠে "ছায়াছবির ফিলম" শুনবেন । গানে পুরুষ ও নারীর কন্ঠের পরিবর্তন মধুর পরিবেশ সৃষ্টি করা হয় এবং ব্রিটিশী রক এন্ড রোলের রীতি আর হিপ হোপ ছন্দের মাধ্যমে এই সংগীত দলের নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরা হয় ।

    "এই পুরনো জায়গায় তুমি আবির্ভুত হলেও তোমার ভণ্ডামি আমি দেখতে পারি । রাস্তার লনে তোমার আর আমার ছায়া আছে । ছায়াছবির গল্পের মতো, তুমি কি সত্যিইক তার সংগে আর দেখা করতে চাইবে না ? আমার কাছে দাঁড়িয়ে তাকে বিদায় নিতে বলো, যেহেতু তুমি টাটক বায়ু অনুভব করতে পারো নি, সেহেতু মূহুর্তের প্রতিশ্রুতি নিয়ে চিন্তা করো কেন? অতীতের দিন ফিল্মে পরিণত হয়েছে । তোমার চিরাচরিত প্রবাদ কথার কোনো তাত্পর্য নেই । সব ব্যাপারের সকল পরিবর্তন হয়েছে, বৃষ্টির পর রামধনু এত দূরে আছে ।"ছোটবেলায় প্রথম প্রেমের গল্প সিউলি আর ওয়াংছাও'র কন্ঠের মাধ্যমে লোকদের মনে টক আপেলের মতো সুন্দর প্রেম বর্ণনা করা হয় । শুনতে স্বাভাবিক ও আরামদায়ক লাগে ।

    আই ইয়ো সংগীত দল হচ্ছে একটি রচনাকারী, সৃষ্টিকারী, গান গাওয়া আর অভিনয়কারীর সমন্বয়ে গঠিত একটি সংগীত দল । অন্যান্য সংগীত দলের চেয়ে তা অসাধারণ শক্তির অধিকার ।এই সংগীত দল সংগীতের ফ্যাশনের মাধ্যমে লোকদের মধ্যে সমাদর অর্জন করে না । তাঁরা অনুরাগীদের জন্যে "আন্তরিকতা এনে দিতে চান " । অন্য গায়কের জন্য সংগীত ও এম.ভি রচনা করার ক্ষেত্রে ওয়াং ছাওয়ের দক্ষতা এবং সিউলির অভিনয়ের অভিজ্ঞতা সংগীত মহলে তাদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে । যাতে "একটি শক্তিশালী সংগীত দল ও দু'জন জনপ্রিয় গায়ক" গড়ে তোলা যায় ।