২৭ জুন বিশ্বকাপ ফুটবলের দুটি খেলায় ফ্রান্স এবং ব্রাজিলজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

কোয়ার্টার ফাইনাল ৩০ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে । কোয়ার্টার ফাইনালে জার্মানি আর আর্জেণ্টিনা, ইতালী আর ইউক্রেন, ইংল্যাণ্ড আর পর্তুগাল এবং ব্রাজিল আর ফ্রান্সের মধ্যে প্রতিযোগিতা হবে।

উল্লেখ্য, ২৭ জুন ফ্রান্স ৩:১ গোলে স্পেনকে পরাজিত করে এবং ব্রাজিল ৩-০ গোলে ঘানাকে পারজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।
|