২৭ জুন মার্কিন প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক কমিটিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদের সহযোগিতা সংক্রান্ত চুক্তি গৃহীত হয়েছে । চুক্তির পক্ষে ৩৭ ও বিপক্ষে ৫ ভোট পড়ে ।
যদিও এই চুক্তি প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক কমিটিতে গৃহীত হয়েছে, কিন্তু কিছু সদস্য তা বিরোধিতা করেন । তাঁরা মনে করেন এই চুক্তি ইরান ও উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা আরো জটিল করবে এর সঙ্গে সঙ্গে পারমাণবিক অস্ত্র অর্জনকারী দেশগুলোর জন্যে সমস্যা সৃষ্টি করবে।
জানা গেছে, ২৯ জুন প্রতিনিধি পরিষদের কূটনৈতিক কমিটি এই চুক্তির ওপর ভোটদান করবে । তারপর সিনেটে আর প্রতিনিধি পরিষদ আগামী মাসে এই চুক্তি সম্পর্কে ভোটভুটি হবে ।
এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতকে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি দেবে । কিন্তু এর পূর্বশর্ত হচ্ছে ভারতকে তাঁর বেসামরিক পরিকল্পনা ও সামরিক পরিকল্পনা আলাদা করবে ।
|