পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২৭ জুন ইসলামাবাদে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ সন্ত্রাসবাদ, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা গভীর করা ইত্যাদি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করেছে।
পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অব্যাহতভাবে চালানোর অধিকার দৃঢ়ভাবে সমর্থন করার কথা মুশাররফ আরেক বার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা আফগানিস্তান অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য কল্যাণকর। তিনি আরো জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো বেশি সাফল্য অর্জিত হওয়ার জন্য তথ্য ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করা উচিত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের শক্তি সম্পদ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেছেন।
|