২৮ জুন রাতে ইস্রাইলের যুদ্ধ বিমান গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দু'টি প্রধান সেতুর ওপর হামলা চালিয়েছে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইস্রাইলের যুদ্ধ বিমান গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দু'টি সেতুর ওপর পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেতু দুটি বিধ্বস্ত করেছে। ফিলিস্তিনের নিরাপত্ত কর্মকর্তা বলেছেন, গাজার দক্ষিণাঞ্চল,ইস্রাইলের সঙ্গে সীমান্ত এলাকার কাছাকাছি দেয়াল ও ধাতবজাল স্থানান্তরিত হয়েছে, ইস্রাইলেরর বাহিনী গাজা অঞ্চলে প্রবেশ করার জন্যে প্রস্তুতি নিয়েছে ।
ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেছেন, ইস্রাইলি বাহিনী গাজা অঞ্চলের ওপর "গ্রীষ্মকালের বৃষ্টি"নামক সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে , কিন্তু স্থলবাহিনী এখনো অভিযান শুরু করে নি ।
|