|
|
(GMT+08:00)
2006-06-27 20:00:32
|
ফিলিস্তিন-ইজরাইল নতুন সরকার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিরোধ সমাধান করতে পারে
cri
২৭ জুন পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং য়ু আবারও বলেছেন, চীন সর্বদাই মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে এসেছে। চীন আশা করে , ফিলিস্তিন আর ইসরাইলের নতুন সরকার আরও সক্রিয় ব্যবস্থা নিতে পারে। সংলাপ আর রাজনৈতিক আলোচনার মাধ্যমে মধ্য-প্রাচ্য সমস্যার সমাধান করতে পারে। তিনি ব্যাখ্যা করে বলেছেন, চীনের মধ্য-প্রাচ্য বিষয়ক বিশেষ দূত সেন বি ২৫ জুন থেকে মিসর, জর্দান, ইসরাইল আর ফিলিস্তিন সফর করছেন। তিনি বতর্মান মধ্য-প্রাচ্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মত বিনিময় করেছেন। মিসরের পররাষ্ট্র মন্ত্রী আর মিসরের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করার সময় বিশেষ দূত সেন বি বলেছেন, চীন মনে করে, জাতি সংঘের সংশ্লিষ্ট প্রস্তাব এবং ভূমির বিনিময়ে শান্তিপূর্ণ মৌলিক নীতির ভিত্তিতে রাজনৈতিক সংলাপ আলোচনার মাধ্যমে ফিলিস্তিন-ইসরাইল সমস্যা নিষ্পত্তি করা উচিত। চীন মিসর আর আরব লীগ সহ বিশ্ব সমাজের সঙ্গে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়াকেএগিয়ে নিতে চায়।
|
|
|