২৬ জুন পেইচিংএ চীনের উপ প্রধান মন্ত্রী জেন পেই ইয়েন বলেছেন, ধারাবাহিক পরীক্ষানীরিক্ষার পর ছিনহাই-তিব্বত রেলপথ সার্বিকভাবে চালু করার যোগ্যতা অর্জিত হয়েছে। একটি অধিবেশনে তিনি বলেছেন, বর্তমানে ছিনহাই-তিব্বত রেলপথের টেলিযোগযোগ, বৈদ্যুতিক ব্যবস্থার কাজ সুষ্ঠভাবে চলছে। তিনি জোর দিয়ে বলেছেন, এই রেলপথ ভালভাবে চালু করা আমাদের সকলের দায়িত্ব। জনসংখ্যা বৃদ্ধি হওয়ায় মালভূমির উপর সৃষ্ট চাপ নিষ্পত্তি করতে হবে। তা ছাড়া, স্থানীয় মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্যে পশুপালন , পযর্টন প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পকে বিকশিত করা উচিত এবং এই রেলপথ সংলগ্ন এলাকার জনসাধারণের আয় বাড়ানো উচিত।
ছিনহাই-তিব্বত রেলপথ পূর্বের ছিনহাইএর সিনিন থেকে পশ্চিমে তিব্বতের লাসা পযর্ন্তবিস্তৃত হয়। এটা হল পৃথিবীতে সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উচু মালভূমিতে অবস্থিত সবচেয়ে দীর্ঘতম রেলপথ ।
|