ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২৬ জুন বলেছেন, অধিক থেকে অধিকতর আন্তর্জাতিক চাপের সম্মুখীন হলেও ইরান পারমানবিক পরীক্ষার কাজ চালাতে সংশয় করবে না।
ইরানের জাতীয় টিভি কেন্দ্রের খবরে প্রকাশ, মাহমুদ আহমাদিনেজাদ একইদিন তেহরাণে বৃটেনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, গত ২৭ বছর ধরে ইরানের উপর আন্তর্জাতিকচাপে সত্বেও ভালভাবে জীবনযাপন করার সংগতি রাখে। তিনি বৃটিশ দূতকে-এও বলেছেন যে, তিনি আশা করেন, বৃটিশ সরকার নতুন পদক্ষেপ অবলম্বন করে ইরানের পরমাণু সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
একইদিন "ইরান কি তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে" সম্পর্কিত সংবাদাদাতাদের প্রশ্নের জবাবে ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসাই এলহাম বলেছেন, দেশের স্বার্থ সুরক্ষার জন্যে সঠিক পদক্ষেপ অবলম্বন করা ইরানের দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেছেন, তেল শুধুমাত্র পরমাণু সমস্যা সমাধানের জন্যে ইরানের সর্বশেষ অস্ত্র। তিনি বলেছেন, ইরান সরকার বরাবরই ন্যায্য ভিত্তিতে শান্তি ও স্থিতিশীল আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা স্থাপন করার পক্ষপাতী। ইরান সরকার কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের যাবতীয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
|