জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া ২৬ জুন ছোট অস্ত্রশস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ সম্পর্কিত জাতি সংঘের সম্মেলনে ভাষণ দেয়ার সময়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।
ওয়াং কুয়াংইয়া বলেছেন, সার্বিক ও কার্যকরভাবে ছোট ছোট অস্ত্রশস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ সম্পর্কিত "কার্যক্রম" কার্যকরী করা হলে বিভিন্ন অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা, অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত এবং স্থায়ী, শান্তিও সম্প্রীতিমূলক বিশ্ব গঠনের জন্যে খুব গুরুত্বপূর্ণ হবে। বিভিন্ন দেশের সরকারের উচিত অবৈধ অস্ত্র রোধ সম্পর্কিত দায়িত্ব পালন করা। তিনি জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতাকে জোরদার করে, দারিদ্র্যতাকে দূর করা ও অর্থনীতির উন্নয়নের জন্যে সংশ্লিষ্ট দেশগুলোকে সাহায্য করার আহবান জানিয়েছেন, যাতে সার্বিকভাবে ছোট ছোট অস্ত্রশস্ত্রের অবৈধ বাণিজ্য সমস্যার সমাধানে সাফল্য অর্জন করা যায়।
ওয়াং কুয়াংইয়া আরো বলেছেন, চীন সরকার ছোট অস্ত্রশস্ত্রের অবৈধ বাণিজ্য সমস্যার উপর গুরুত্ব দেয়, অব্যাহতভাবে আইন ও বিধির ধারাকে পূর্ণাঙ্গ করবে এবং ধারাবাহিক পদক্ষেপ নিয়ে কার্যকরীভাবে অস্ত্রশস্ত্রের নিষেধাজ্ঞা সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব পালন করবে।
|