২৬ জুন চীনের বীমা তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান উ তিন ফু পেইচিংয়ে বলেছেন , চীনের বীমা বাজারে বিদেশী বীমা কোম্পানিগুলোর প্রবেশ চীনা বীমা বাজারে ক্ষতি সৃষ্টি করে নি ।
জানা গেছে , বর্তমানে মোট ৪১টি বিদেশী বীমা কোম্পানি চীনে প্রবেশের অনুমতি পেয়েছে । বিদেশী বীমা কোম্পানিগুলো চীনের সব জায়গায় বীমার ব্যবসা করতে পারে । ২০০৫ সালে বিদেশী বীমা কোম্পানিগুলোর চীনে বীমা বিক্রির পরিমান চীনের বীমা বাজারের মোট পরিমানের ৬.৭ শতাংশ ছিল ।
উ তিন ফু বলেছেন , চীন বিদেশের নামকরা শক্তিশালী বীমা কোম্পানি গোষ্ঠির শাখা কোম্পানি চীনে প্রতিষ্ঠা করতে এবং তাদের কৃষী বীমা , স্বাস্থ্য বীমা আর বার্ধক্য বীমায় অংশ নিতে উত্সাহ দেয়ার পাশাপাশি বিদেশী বীমা কোম্পানিগুলোর কাছ থেকে উন্নত ব্যবস্থাপনা ও অভিজ্ঞতা শেক্ষার চেষ্টা করছে ।
|