v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-27 16:00:24    
বানর রাজা সুন উখোং (৪৭)

cri
    একটু পরেই নয়মুন্ডদানব আবার ফিরে এসে পাচিয়ের সঙ্গে শুরু করলো লড়াই । দানবের গুষ্টির সকলেই যুদ্ধ করতে এগিয়ে এলো । একটু পরে তাদের চেলা চামুন্ডারাও যুদ্ধ করতে এগিয়ে এলো । পানির ভেতরে সে কি ভিষণ লড়াই ।

    যুদ্ধ করতে করতে তারা সরোবরের উপর ভেসে উঠলো । অমনি সুন উখোং ড্রাগন রাজার মাথায় দিলো ডান্ডার প্রচন্ড এক ঘা। দানবের মাথা ফেটে একেবরারে চৌচির হয়ে গেলো । ভয়ে অন্য সব দনব সরোবরের তলায় পালিয়ে গেলো আবার । যাওয়ার সময় তারা ড্রাগন রাজার মৃতদেহটাও নিয়ে গেলো ।

    এমন সময় আকাশে এরলাং দেবতাকে তার ছয়টি শিকারি কুকুরসহ দেখা গেলো । পাচিয়ে এক ডিগবাজি খেয়ে এরলাং দেবতার কাছে গিয়ে তাঁর সাহায্য চাইলো । দেবতা পাহাড়ের ধারে নামলেন এসে । ড্রাগন রাজা এবং নয়মুন্ড দানবের কথা , রত্নদ্বিপ চুরির কথা সবই শুনলেন । তাদের সাহায্য করতে চাইলেন দেবতা । বললেন , যে করেই হোক নয়মুন্ড দানবকে সরোবরের উপরে আনতে হবে ।

    পরদিন সকালে পাচিয়ে তার নিড়ানি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো সরোবরে । ড্রাগন রাজার প্রাসাদে পৌঁছে সে যুবরাজের পিঠে মারলো নিরানির এক ঘা । সঙ্গে সঙ্গে নয়মুন্ড দানব ছুটে এলো পাচিয়েকে ধরতে । পাচিয়ে তো সেটাই চায় । পিছু হটতে হটতে দানবকে সরোবরের উপরের দিকে গেলো । দানবেরাও ধাওয়া করলো তাকে । দানবরা উপরে ভেসে উঠতেই উখোং এবং এরলাং দেবতার প্রচন্ড পিটুনি পড়লো তাদের উপর । বেগতিক দেখে দানব আবার নয়মুন্ড জিবে পরিণত হলো । তারপর পিঠে দুটি ডানা গজিয়ে আকাশে উড়ে যেতে চাইলো । এরলাং দেবতা ধাওয়া করলেন । দানব একটি মাথা দিয়ে দেবতাকে কামড়ে ধরলো । দেবতার শিকারি কুকুর দ্রুত এসে এক কামড়ে দানবের সেই মাথা কেটে ফেললো । দানব পালিয়ে গেলো প্রান নিয়ে ।

    উখোং দ্রুত নয়মুন্ড দানবের রুপ নিয়ে দানবের বৌ-এর কাছে গিয়ে বললো , তাড়াতাড়ি রত্নদিপটা দাও , লুকিয়ে রাখতে হবে। নইলে রক্ষা করা যাবে না । রাজকুমারি তাড়াতাড়ি নকল স্বামিকে রত্নদিপের বাক্সটা দিলো । অমনি উখোং ফিরে এলো নিজের রূপে । এমন সময় পাচিয়ে সেখানে উপস্থিত হলো । তার এক আঘাতে ধরাশায়ি হলো রাজকুমারি । রাণিকে তখন বন্দি করে নিয়ে যাওয়া হলো ।