২৬ জুন জাতিসংঘের মহাসচিব কফি আনান এক বিবৃতিতে ইরাকে অপহৃত রাশিয়ার ৪ জন কূটনৈতিক কর্মকর্তার হত্যার খবরে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন ।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, কোনো কারণই এই আচরণের ব্যাখ্যা হতে পারে না । বিবৃতিতে ইরাক সরকারকে সম্ভাব্য সকল ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অপরাধীদের শাস্তি দিতে তাগিদ দেয়া হয়েছে । বিবৃতিতে দাবি জানানো হয়েছে যে, বিনাশর্তে ইরাকে অপহৃতদের মুক্তি দিতে হবে ।
৩ জুন ইরাকস্থ রাশিয়ার দূতাবাসের একটি গাড়ির ওপর বাগদাদে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায় রাশিয়ার একজন কূটনৈতিক কর্মকর্তা গুলিবর্ষণে নিহত এবং অন্য ৪ জন দূতাবাস কর্মী অপহৃত হন । ২৫ জুন আলকায়েদা সংস্থার একটি সংশ্লিষ্ট ইরাকী সশস্ত্র গ্রুপ তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে যে,তারা এই ৪ জন রুশ কর্মকর্তাদের হত্যা করেছে ।
|