|
|
 |
| (GMT+08:00)
2006-06-26 20:06:30
|
|
ইরাকের প্রধান মন্ত্রী সংসদে জাতীয় সমঝোতা কর্মসূচী দাখিল করেছেন
cri
|
২৫ জুন ইরাকের প্রধান মন্ত্রী নুরি আল মালিকি সংসদে জাতীয় সমঝোতা বিষয়ক কর্মসূচী দাখিল করেছেন। ইরাকের অভ্যন্তরীণ সহিংস তত্পরতা প্রশমিত করার উদ্দেশ্যে তাঁর দাখিল-করা সমঝোতা কর্মসূচীতে বিরোধীশক্তি সমূহের প্রতি আত্মসমর্পন করার ইঙ্গিত দেওয়া হয়েছে। মালিকির এই কর্মসূচীতে অন্তর্ভূক্তরয়েছে সুন্নী সম্প্রদায়ের বিভিন্নকর্মকান্ডে লিপ্ত ব্যক্তিবর্গসহ যুদ্ধাপরাধী এবং মানবতার বিরুদ্ধে কাজ করেন নি এমন আটককৃত মানুষকে মুক্তি দেওয়া। তিনি এও বলেছেন, সমঝোতা আর সংলাপ করা অপরাধীদের সঙ্গে আপোষ করার অর্থ নয়। ২৫ জুন রাতে হোয়াইটহাউসের প্রকাশিত এক বিবৃতিতে মালিকির উত্থাপিত জাতীয় সমঝোতাকে স্বাগত আর সমর্থন জানানো হয়েছে। বিবৃতিতে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ইরাকে জাতীয় সমঝোতা বাস্তবায়িত করা সময়সাপেক্ষ।
|
|
|