v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-26 19:56:25    
২৬ জুন

cri
চীন প্রথম বার বৈদেশিক ঋণপত্র প্রকাশ করে

১৯৯৩ সালের ২৬ জুন চীনের ধাতু আমদানি-রফতানি সাধারণ কোম্পানির পক্ষ থেকে হুওয়াশিয়া সেয়ার কোম্পানি ৪ কোটি মার্কিন ডলার্র ঋণপত্র প্রকাশের স্বাক্ষর অনুষ্ঠান চীনের পেইচিংএ অনুষ্ঠিত হয়। এটা ছিল চীনে প্রথম বার বৈদেশিক ঋণপত্রের প্রকাশ।

আন্তর্জাতিক মাদকদ্রব্য নিষেধের নাম নির্ধারিত হয়

১৯৮৭ সালের জুন মাসে জেনিভায় জাতি সংঘের মন্ত্রী পর্যায়ের মাদকদ্রব্য নিষেধের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩৮টি দেশের তিন হাজারাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। ১৯৮৭ সালের ২৬ জুন এই সম্মেলন সমাপ্ত হয়। এই সম্মেলন সমাপ্ত হওয়ার সময় একটি সিদ্ধান্ত নেওয়ার হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক বছরের ২৬ জুন হল আন্তর্জাতিক মাদকদ্রব্য বিষেধের দিন নির্ধারিত হয়। মাদকদ্রব্য সমস্যা সমাধানের জন্যে সারা বিশ্বের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়।

দক্ষিণ আফ্রিকার স্বাধীন দিবস

১৯৫৬ সালের ২৬ জুন সারা দক্ষিণ আফ্রিকায় ধর্মঘট পালিত হয়। পুলিশরা ১৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। তা ছাড়া পুলিশরা গ্রেফতারকৃত ব্যক্তিদের নিযার্তন করে। সে দিন থেকে ২৬ জুন দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা দিবস।

চীনের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা আইন অনুমোদিত হয়

১৯৪৯ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র কমিটির একটি কার্যনিবার্হি অধিবেশনে ' চীনের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আইন' অনুমোদিত হয়। চীনে গৃহযুদ্ধ চলাকালে কুওমিডাংএর কাছে যুক্তরাষ্ট্রের কাছে সামরিক আর আর্থিক সাহায্য জোরদার হয়।

চীনের মুক্তিযুদ্ধ শুরু

জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ বিজয় লাভ করার পর শান্তি অর্জন করা এবং গৃহ যুদ্ধ এড়ানোর জন্যে চীনের কমিউনিষ্ট পাটির অবিচল সংগ্রামের ফলে ১৯৪৬ সালের ১ অকটোবর চীনের কমিউনিষ্ট পাটি আর কুওমিডাং পাটির মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের কমিউনিষ্ট পাটি নিষ্ঠার সঙ্গেএই চুক্তি মেনে চলে , কিন্তু কুওমিডাং পাটি কোনো সদিচ্ছা দেখায়নি। চিয়াং কে সি গৃহ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পর চীনা জনগণের আশা-আকাংক্ষা উপক্ষেপা করে দু'পাটির মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ-বিরতি চুক্তি ছিঁড়ে দেয়। ১৯৪৬ সালের ২৬ জুন কুওমিনডাংএর ৩ লক্ষ বাহিনী মধ্য চীনের মুক্তি অঞ্চলের উপর আক্রমণ চালায়। সে দিন থেকে চীনের মুক্তি যুদ্ধ সার্বিকভাবে শুরু হয়।

মিসরে অভ্যুত্থান ঘটে

১৯৩০ সালের ২৬ জুন মিসরে ব্রিটেনের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে।

জাতি সংঘ প্রতিষ্ঠিত হয়

১৯৪৫ সালের ২৬ জুন জাতি সংঘ প্রতিষ্ঠিত হয়।