পূর্ব টিমোরের প্রধানমন্ত্রী মারি আলকাতিরি ২৬ জুন রাজধানীতে ঘোষণা করেছেন যে, তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন, যাতে দেশের রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো যায়।
আলকাতিরি একইদিন অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনি প্রেসিডেন্ট যানানা গুসমাওয়ের সঙ্গে আলোচনা করার প্রস্তুতি নিয়েছেন এবং অন্তবর্তী সরকার প্রতিষ্ঠা করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কিন্তু আলকাতিরি তাঁর পদ ত্যাগ করার তারিখ স্পষ্টভাবে উল্লেখ করেননি।
একইদিন প্রায় দু'হাজার জন বিক্ষোভকারী রাজধানীতে সমাবেশ করে আলকাতিরির কাছে ক্ষমতা ত্যাগের দাবি জানিয়েছেন।
২৫ জুন পূর্ব টিমোরের পররাষ্ট্রমন্ত্রী , প্রতিরক্ষামন্ত্রী জোস রামোস হোর্তা পদ ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ওভিদিও এ্যামারেলও পদত্যাগ পত্র প্রদান করেছেন। ২৫ জুন ফ্রেতিলিনের বিশেষ সম্মেলনে আলকাতিরিকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
|