v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-26 16:42:44    
১৯ থেকে ২৬ জুন পর্যন্ত

cri
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও মিসর, ঘানা, কংগো, এ্যাংগোলা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও উগান্ডা এই ৭টি দেশ সফর শেষ করে ২৫ জুন পেইচিংয়ে ফিরে এসেছেন।

সফরকালে, এই ৭টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীরতর করা ও চীন-আফ্রিকার কৌশলগত অংশীদারী ব্যাপারে আন্তরিকভাবে মত বিনিময় করছেন, এবং নেতৃবৃন্দের সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন। এই ৭টি দেশের সঙ্গে চীন ৭১টি সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছে, তাতে রাজনীতি, আর্থ-বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, সংস্কৃতি, শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রের বিষয়গুলো অন্তর্ভৃক্ত রয়েছে।

সফরের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং বলেছেন, প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও'র এবারকার সফরে "মৈত্রী গভীর করা, পারস্পরিক আস্থা আর অভিন্ন উন্নয়ন জোরদার করা, সহযোগিতার ক্ষেক্রকে সম্প্রসারিত্র করার" লক্ষ্য অর্জিত হয়েছে। এবং ভবিষ্যতে চীন-আফ্রিকা সম্পর্কের উন্নয়নে আরো প্রভাব ফেলবে।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৭ থেকে ২৪ জুন পর্যন্ত মিসর, ঘানা, কংগো, এ্যাংগোলা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও উগান্ডা এই ৭টি আফ্রিকান দেশ সফর করেছেন। ওয়েন চিয়াপাও'র এবারকার সফর আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ফ্রান্সের 'লা ট্রিবিউনে' পত্রিকা বলেছে, ওয়েন চিয়াপাও'র এবারকার সফর সার্বিকভাবে চীন ও আফ্রিকার অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন করার পাশাপাশি চীন আফ্রিকার সঙ্গে সহযোগিতা বাড়ানো থেকে অন্যান্য দেশগুলোর উদ্বেগ দূরীভূত হয়েছে এবং চীনের আফ্রিকা নীতির ওপর সংশ্লিষ্ট দেশগুলোর সমঝোতা ও সমর্থন পাওয়া গেছে।

বরটার্স এক বার্তায় বলেছে, কোনো কোনো আফ্রিকান বিশেষজ্ঞ মনে করেন, চীন আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়ানোয় আফ্রিকানর দেশগুলো স্বার্থ রক্ষা হবে। আফ্রিকার উচিত চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করা, যাতে আফ্রিকার অর্থনীতির দ্রুত উন্নতি করা যায়।

দক্ষিণ আফ্রিকার 'বিজনেস ডাই' পত্রিকারের প্রবন্ধে বলা হয়েছে, ওয়েন চিয়াপাও'র দক্ষিণ আফ্রিকা সফরে উচ্চ কৌশলগত তাত্পর্য আছে।

ফ্রান্সের এএফপি, ব্রিটেনের 'গার্ডিয়ান' পত্রিকা এবং কংগো ও তানজানিয়ার তথ্য মাধ্যমও আলাদা আলাদাভাবে প্রবন্ধ প্রকাশ করে ওয়েন চিয়াপাও'র আফ্রিকা সফরের ওপর গুরুত্বপূর্ণ মূল্যায়ন করেছে।

১৯ জুন চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সফররত আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই'র সঙ্গে বৈঠক করেছেন,দু'পক্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করা , চীন-আফগানিস্তান সার্বিক অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়ন করা নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে এবং "চীন-আফগানিস্তান বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" স্বাক্ষরিত হয়েছে ।

হু চিনথাও আরেকবার ঘোষণা করেছেন যে, চীন আফগানদের স্বাধীনভাবে সামাজিক ব্যবস্থাপনা ও উন্নয়নের পথ বাছাই করাকে সম্মান করে এবং আফগানিস্তানের পুনর্গঠনকাজে সমর্থন করবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ।

কার্জাই বলেছেন, আফগানিস্তান সরকার অব্যাহতভাবে একচীন নীতি সমর্থন করবে এবং মেনে চলবে, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্যে প্রচেষ্টা চালাবে এবং চীন ও মধ্য-এশিয়া দেশগুলোর মধ্যে সহযোগিতা করার সেতুতে পরিণত হতে ইচ্ছুক ।

২০ জুন চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন পেইচিংয়ে কার্জাই'র সঙ্গে বৈঠক করেছেন।

চীন ও আফগানিস্তান ২০ জুন পেইচিংয়ে একটি যৌথ বিবৃতিতে দু'দেশের সার্বিক সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। এই বিবৃতি অনুযায়ী, চীন আফগানিস্তানের কাছে আট কোটি ইউয়ান অর্থ অনুদান দেবে এবং ১ জুলাই থেকে ২৭৮ রকমের আফগান পণ্যদ্রব্যের শুল্ক মওকুফ করবে।পরবর্তী দু'বছরে আফগানিস্তানের জন্য বিভিন্ন বিভাগের দু'শোজন প্রতিভাবান কর্মীকে প্রশিক্ষণ দেবে।

আফগানিস্তান একচীন নীতি সমর্থন করার কথা আরেক বার ঘোষণা করেছে।

চীন জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে এশীয় ব্যক্তির নিয়োগ সমর্থন করে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২০ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুনর্বার ঘোষণা করেছেন, চীন দৃঢ়ভাবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসাবে একজন এশীয়কে নিয়োগ করাকে সমর্থন করে।

  চিয়াং ইয়ু বলেছেন, চীন মনে করে, জাতিসংঘের পরবর্তী মহাসচিবের নির্বাচন হচ্ছে জাতিসংঘের একটি বড় ব্যাপার। এজন্য বিভিন্ন পক্ষের যথাযথ পরিকল্পনা এবং আলোচনা করা উচিত। তিনি বলেছেন, ৩৪ বছর ধরে জাতিসংঘের মহাসচিব পদে কোনো এশীয় নেই। চীন বিশ্বাস করে, আন্তর্জাতিক সমাজের ব্যাপক গ্রহণযোগ্য এশিয়ার একজন নামকরা এবং দক্ষ পদপ্রার্থী মনোনীত করা যায়।

  জাতিসংঘের মহাসচিব কফি আনানের কার্যমেয়াদ চলতি বছর পর্যন্ত। এর আগে চীন বহুবার ব্যক্ত করেছে যে, সে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে একজন এশীয় ব্যক্তির নিয়োগ সমর্থন করে।

আরব শিল্পকলা প্রদর্শনী পেইচিংয়ে উদ্বোধন

৭দিনব্যাপী আরব শিল্পকলা প্রদর্শনী ২৩ জুন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সংস্কৃতি মন্ত্রী সুং চিয়া চেন ও ১৭টি আরব দেশের সংস্কৃতি মন্ত্রীরা আর চীনস্থ বেশ কয়েজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন ।

জানা গেছে , এই প্রদর্শনী আরবের ঐতিহ্যিক শিল্পকলা প্রদর্শনী আরবের বর্তমান যুগের শিল্প প্রদর্শনী আর চীনের কূটনীতিবিদদের চোখে আরব জগতের আলোকচিত্র প্রদর্শনী এই তিন ভাগে বিভক্ত । বিশাধিক আরব দেশের স্বর্ণ , রুপা ও কাচজাত দ্রব্য, ্ ৩ শতাধিক সৌন্দর্য্যময় হস্তশিল্প দ্রব্য এবং বর্তমানে যুগে বিভিন্ন দেশের শিল্পীদের রচিত ২ শতাধিক চিত্র , ভাস্কর্য ও গৃহসজ্জার সামগ্রী এই প্রদর্শনীতে দেখানো হচ্ছে । এর সঙ্গে সঙ্গে আলোকচিত্র প্রদর্শনীতে আরব দেশগুলোতে চীনা কূটনীতিবিদদের ২ শতাধিক আলোকচিত্রও দেখানো হচ্ছে । এতে আরব দেশগুলোর স্থানীয় রীতি-নীতি জীবন্ত হয়ে উঠেছে।

লাসা রেল স্টেশনের নির্মাণকাজ সম্পন্ন

চীনের ছিংহাই-তিব্বত রেলপথের শেষ রেল স্টেশন-লাসা রেল স্টেশনের নির্মাণকাজ ২০ জুন সম্পন্ন হয়েছে ।

লাসা রেল স্টেশন ছিংহাই-তিব্বত রেলপথের বৃহত্তম রেল স্টেশন , এটাও এই রেলপথের অন্যতম চিহ্নমূলক প্রকল্প । সমুদ্র সমতলের তুলনায় ৩ হাজার ৬ শো কিলোমিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই রেল স্টেশনও এমন একটি রেল স্টেশন , যার মাধ্যমে ছিংহাই-তিব্বত রেলপথের বৃহত্তম মাল ও যাত্রীবাহী পরিসেবা বহন করা হবে ।

প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ ছিংহাই-তিব্বত রেলপথ ' বিশ্বের ছাদ' বলে পরিচিত ছিংহাই-তিব্বত মালভূমিতে নির্মাণ করা হয়েছে । এই রেলপথ এবছরের ১ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হবে বলে আশা করা যাচ্ছে ।

উল্লেখ যে , আশেপাশের পরিবেশ সুরক্ষা করার জন্য এই রেল স্টেশনে যথাসম্ভব স্থানীয় অফুরন্ত ও দূষণমুক্ত সৌর শক্তি কাজে লাগানো হবে ।

পেইচিং অলিম্পিক গেম্সের প্রধান প্রধান স্টেডিয়াম আর ইন্ডোর স্টেডিয়াম উন্মুক্ত হবে

পেইচিং শহরের পর্যটন বিভাগের মহাপরিচালক তু চিয়াং ২২ জুন পেইচিংয়ে বলেছেন , ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেম্সের প্রধান প্রধান স্টেডিয়াম আর ইন্ডোর স্টেডিয়াম এবছরের শেষার্ধে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে ।

একই দিন উদ্বোধন পেইচিং আন্তর্জাতিক পর্যটন মেলায় তিনি বলেছেন যে , অলিম্পিক গেম্সের এই সব স্টেডিয়াম আর ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে 'নীড়' বলে অভিহিত রাষ্ট্রীয় স্টেডিয়াম আর রাষ্ট্রীয় সাঁতার কেন্দ্র অন্তর্ভুক্ত হবে ।

জানা গেছে , 'নীড়' বলে অভিহিত আর রাষ্ট্রীয় সাঁতার কেন্দ্রের নির্মাণকাজ ২০০৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে । বর্তমানে যাবতীয় স্টেডিয়াম আর ইন্ডোর স্টেডিয়ামের নির্মাণকাজ সাফল্যের সঙ্গে চলছে ।

ভারতের বাণিজ্যিক প্রতিনিধি দল নাতু লাপাস পাহাড়ে স্বদেশে ফিরে গেছেন

ভারতের আর্থ-বাণিজ্য বিষয়ক কর্মকর্তা ফার্নানদেসের নেতৃত্বাধীন একটি আর্থ-বাণিজ্যিক প্রতিনিধি দল ২০ জুন বিকালে চীন সফর শেষ করেছেন। তারা চীন-ভারত সীমা-রেখার সমুদ্রতল থেকে ৪৫৪৫ মিটার উঁচু নাতুলাপাস পথে স্বদেশে ফিরে গেছেন।

১৭ জুন বিকালে সাতজনের সমন্বয়ে গঠিত ভারতের আর্থ-বাণিজ্যিক প্রতিনিধি দল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত এলাকার লাসায় আসেন । লাসায় থাকাকালে তাঁরা চীন পক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী ৬ জুলাই তিব্বত ও ভারতের সিকিমের নাতুলাপাস পাহাড়ের বাণিজ্যিক পথ আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে দুদেশের ৪০ বছরের বেশি সময় বন্ধ থাকা দুদেশের সীমান্ত বাণিজ্য আবার শুরু হবে।

ভারতের তৃতীয় বৃহত্ ব্যাংকের শেনচেনে প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা

সম্প্রতি ১৪২ বছর ইতিহাস অধিকারী ভারতের তৃতীয় বৃহত্ ব্যাংক --- এলাহাবাদ ব্যাংক ঘোষণা করেছে, এই ব্যাংক আনুষ্ঠানিকভাবে শেনচেনে প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা করবে। এটা হবে বিদেশে এই ব্যাংকের প্রতিষ্ঠিত প্রথম শাখা ।

  ভারতের শিল্প ও বাণিজ্য সমিতির শেনচেনে নিযুক্ত স্থায়ী উপদেষ্টা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনে বিশেষ করে মুক্তা নদীর বদ্বীপ অঞ্চলে দ্রুতই বিকশিত হয়েছে। এখন কেবল শেনচেন আর কুয়াংচৌতে তিন শতাধিক ভারতীয় শিল্পপ্রতিষ্ঠান সম্মিলিত হয়েছে, তারা প্রধানত বাণিজ্য আর আই টি মহলে জড়িত।

  জানা গেছে, এলাহাবাদ ব্যাংক হচ্ছে ভারতের সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় ব্যাংক। ২০০৬ সালের মার্চ মাসের শেষ দিক পর্যন্ত এই ব্যাংকের মোট বাণিজ্য মূল্য ১৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, মোট মুনাফা ১৫ কোটি মার্কিন ডলারে দাড়িয়েছে।

  উল্লেখ্য যে, ২০০৩ সালের শেষ নাগাদ, ভারতের বৃহত্তম ব্যাংক-- ভারতীয় ব্যাংক শেনচেনে প্রতিনিধি কার্যালয় খুলেছে।

ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মধ্যে দ্বিতীয় পাবলিক বাস লাইন চালু হয়েছে

২০ জুন ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মধ্যে দ্বিতীয় বাস লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । ভারতের কংগ্রেস পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী এই লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

এই বাস লাইন ভারত নিয়ন্ত্রিত কাশ্মির পূনচ আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাওয়ালাকোটের মধ্যে অবস্থিত, মোট দৈর্ঘ্য ৪৭ কিলোমিটার । সোনিয়া গান্ধী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এটা হচ্ছে একটি ঐতিহাসিক ক্ষণ,তা ভারত ও পাকিস্তানের শান্তিপূর্ণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে ।

ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রথম পাবলিক বাস লাইন গত বছরের এপ্রিলে চালু হয়েছে ।

শ্রীলংকা রাজনৈতিক উপায়ে জাতীয় সমস্যা সমাধান করতে চায়

শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী মানগালা সামারাভিরা ২২ জুন নয়াদিল্লীতে জোর দিয়ে বলেছেন , শ্রীলংকা সরকার রাজনৈতিক পদ্ধতিতে দেশের জাতীয় সমস্যা সমাধান করার জন্য প্রয়াস চালিয়েছে ।

সামারাভিরা সেদিন ভারতে একদিনের সফর করেছেন । তাঁর সঙ্গে বৈঠককালে ভারতের প্রধানমন্ত্রী মানমহন সিং শ্রীলংকা সরকার ও সরকার বিরোধী টাইগার সংস্থার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন । তিনি আশা করেন , শ্রীলংকার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ক্ষমতা ভাগাভাগির সন্তোষজনক উপায় খুঁজে বের করতে পারবে । সিং বলেছেন , ভারত শ্রীলংকার ঐক্য , সার্বভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতা সমর্থন করে ।

সামারাভিরা বলেছেন , যুদ্ধ শ্রীলংকা সরকারের বাছাই নয় । শ্রীলংকা সরকার রাজনৈতিক উপায়ে দেশের জাতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে চায়। তিনি বলেছেন , সরকার টাইগার সংস্থাকে সংলাপ করার আমন্ত্রণ জানিয়েছে এবং বিশেষ কমিশন গঠন করে ক্ষমতা বটনের উপায় গবেষণা করবে ।

দক্ষিণ ইরাকের মুথান্না প্রদেশে মোতায়েন যৌথ বাহিনী প্রত্যাহার শুরু

দক্ষিণ ইরাকের মুথান্না প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আল-হাসানি ২২ জুন ঘোষণা করেছেন, ইরাকে মোতায়েন যৌথ বাহিনী একইদিন এই প্রদেশে থেকে প্রত্যাহার শুরু করেছে এবং ধাপে ধাপে নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইরাকের কাছে হস্তান্তর করছে।

একইদিনে আল-হাসানি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, এই প্রদেশে মোতায়েন যৌথ বাহিনী ২২ জুন থেকে প্রত্যাহার শুরু করেছে। এই প্রত্যাহার ও নিয়ন্ত্রন ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা সম্পন্ন করতে এক মাসেরও বেশি সময় দরকার।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রোনে সম্প্রতি বলেছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রন ক্ষমতা গ্রহণের পরে ইরাকে মোতায়েন ব্রিটেনের বাহিনীও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি তত্ত্বাবধান করবে।

ইরানঃ ২২ আগস্টের আগে ছ'দেশের প্রস্তাবে সাড়া দেবে

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২১ জুন একটি জনসমাবেশে বলেছেন, ২২ আগস্টের আগে ইরান পারমাণবিক সমস্যা সমাধানে ছ'দেশের নতুন প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেবে।

একইদিনে ভিয়েনায় ইউরোপ ও মার্কিন শীর্ষ সম্মেলনে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট বুশ একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ২২ আগস্ট ছ'দেশের প্রস্তাবে ইরানের সরকারের সাড়া দেয়ার সময়সীমা হিসেবে খুবই দীর্ঘ। তিনি আশা করেন, ইরান কয়েক সপ্তাহে এই প্রস্তাবে সাড়া দিতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ওলফগ্যাং স্কুয়েসেল একটি সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে ইরানের এই নতুন প্রস্তাব গ্রহণ করা ও আলোচনা পুনরুদ্ধার করার শ্রেষ্ঠ সুযোগ।