মার্কিন হোয়াইট হাউস ২৫ জুন একটি বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সংসদের কাছে উত্থাপিত জাতীয় সমঝোতা পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ও সমর্থন প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে ইরাকের জাতীয় সমঝোতা প্রক্রিয়া হচ্ছে ইরাকী নেতৃত্বাধীন প্রক্রিয়া। তবে ইরাকের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানালে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় সাহায্য দেয়ার প্রস্তুতি নেবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরাকের জাতীয় সমঝোতা বাস্তবায়নের জন্য সময় দরকার।
২৫ জুন ইরাকের প্রধানমন্ত্রী মালিকি সংসদের কাছে উত্থাপিত জাতীয় সমঝোতা পরিকল্পনায় কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
|