রাশিয়ায় পেইচিং সময় ২৫ জুন ১২টায় "মহাকাশ-২৪২১"নামে সামরিক উপগ্রহ সাফলভাবে পুর্বনির্ধারিত কক্ষপথে নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ধীরে ধীরে দুর্বল হওয়া রাশিয়ার সামরিক মহাকাশ গবেষণায় নতুন শক্তি এনে দিয়েছে। এটা হচ্ছে একই বছরে রাশিয়ার দ্বিতীয়বারের মতো সামরিক উপগ্রহ নিক্ষেপ।
রাশিয়ার মহাকাশ বাহিনীর তথ্য ও গণ-সম্পর্ক বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আলেক্সেই কুজনেতসোভ বলেছেন, এই সামরিক উপগ্রহ "সিকলোন-২"নামে রকেট দিয়ে কাজাখস্তানের বাইকোনোরের উত্ক্ষেপন-স্থলে নিক্ষেপ করা হয়েছে। এক ঘন্টার মধ্যেই উপগ্রহটি পুর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
এবার উত্ক্ষেপনে ব্যবহার করা "সিকলোন-২"নামক রকেট হচ্ছে দুই পর্যায়ের ভারী জ্বালানীর হাল্কা রকেট। রাশিয়া ও ইউক্রেন যৌথভাবে এটা তৈরী করেছে। মে মাসের প্রথম দিকে রাশিয়া সাফল্যজনকভাবে এ বছর প্রথমবারের মতো সামরিক উপগ্রহ নিক্ষেপ করে।
খবরে প্রকাশ, বর্তমানে রাশিয়ার ৬০টি সামরিক উপগ্রহের মধ্যে অর্ধেকও বেশী'র ব্যবহারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
|