২৪ জুন পর্যালোচনার জন্য দাখিল করা আকস্মিক ঘটনার মোকাবেলা আইনের খসড়া প্রস্তাবে আইন লংঘনকারী সরকারী কর্মকর্তাদের শাস্তি দেয়ার ব্যবস্থা করা হয়েছে ।
এই খসড়া প্রস্তাবে বলা হযেছে , বিভিন্ন স্তরের সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ যদি আকস্মিক ঘটনা ঘটার আগে নিয়ম অনুসারে প্রতিরোধের ব্যবস্থা নেন নি অথবা নিয়ম অনুসারে সময়োচিতভাবে ব্যবস্থা নেন নি বা ভুল ব্যবস্থা নিয়ে গুরুতর অবস্থার রসৃস্টি করেছেন , তাহলে সেই সব দায়িত্বশীল ব্যক্তিকে নীচের পদে নামিয়ে দেয়া , পদ থেকে অপসারণ বা সরকারী সংস্থা থেকে অপসারণের মত শাস্তি দেয়া হবে । যে সব দায়িত্বশীল ব্যক্তি ফৌজদারী আইন লংঘন করেছেন , তাদেরকে আইন অনুসারে আদালতে পাঠানো হবে ।
চীন একটি বড় দেশ , চীনে প্রাকৃতিক দুর্যোগ ও নানা ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে । ' আকস্মিক ঘটনা মোকাবেলা আইনে ' বিভিন্ন ধরনের আকস্মিক ঘটনাকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং সরকারের বিভিন্ন বিভাগকে এই সব আকস্মিক ঘটনা মোকাবেলার অধিকার দেয়া হয়েছে ।
|