|
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রানক ওয়ালতার স্তেইনমেয়ার ২৪ জুন বার্লিনে ইরানকে যত তাড়াতাড়িসম্ভব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করার তাগিদ দিয়েছে, যাতে ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্যে উপযুক্ত শর্ত তৈরী করা যায়।
স্তেইনমেয়ার একইদিন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকির সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, বেসামরিক পরমাণু শক্তিসম্পদ ব্যবহার করার বৈধ অধিকার অবিচল থাকা ও আন্তর্জাতিক সমাজের উদ্বেগ দূর করার মধ্যে এক ধরণের দীর্ঘকালীন ভারসাম্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সমাজ যত তাড়াতাড়িসম্ভবইরানের মনোভাব জানতে চায়।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বৃটেন, ফ্রান্স ও জার্মানী এ ছয়'টি দেশ ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্যে সর্বশেষ যে পরিকল্পনা দাখিল করেছে মোত্তাকি সে বিষয়ে ইতিবাচক উত্তর দিয়েছেন। কিন্তু তিনি বলেছেন, পরিকল্পনায় কিছু সমস্যা আছে। ইরান যে কখন নতুন পরিকল্পনার উত্তর দেবে তিনি সে সম্পর্কে কিছু বলেন নি।
মোত্তাকি জোর দিয়ে বলেছেন, ইরান শুধু বিনাশর্তেই আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে।
|