চীনের কেন্দ্রীয় ব্যাংক-- চীনের গণ ব্যাংকের উপপ্রধান মাদাম উ সিয়াও লিং ২৪ জুন বলেছেন , চীনের ব্যাংকিং ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে বিকশিত হচ্ছে । উত্তর চীনের থিয়েন চিন শহরে অনুষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা সংক্রান্ত আলোচনা সভায় উ সিয়াও লিং এই কথা বলেছেন ।
উ সিয়াও লিং আরো বলেছেন , ব্যাংকিং ব্যবস্থার বিশ্বায়নের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য চীনে আন্তর্জাতিক হিসাব-নিকেশ ব্যবস্থা চালু করা হয়েছে , ব্যাংকিং সংস্থাগুলোতে ক্ষতি এড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রধান প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে শেয়ার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । এই সব ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ব্যবস্থাপনাকে আরো উন্নত করেছে এবং ব্যাংকগুলোর পুঁজির গুনগতমান উন্নত করেছে ।
স্টক মার্কেট সংস্কারের ক্ষেত্রে চীনের স্টক তত্ত্বাবধান কমিটি গত কয়েক বছরে স্টক মার্কেটের পরিবেশ রক্ষার জন্য বেশ কয়েকটি নিয়মবিধি প্রণয়ন করেছে । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি ' শিল্প কোম্পানি আইন ' ও ' স্টক আইন ' সংশোধন করেছে । এটা চীনের পুঁজি বাজারের সুষ্ঠু বিকাশের ভিত্তিকে শক্তিশালী করেছে । চীনের নাগরিকরা শেয়ার বাজারের বিকাশে আশাবাদী ।
|