আফ্রিকায় সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৩ জুন কাম্পালায় উগান্ডার প্রেসিডেন্ট ইয়ুওভেরি কাগুতা মুসেভেনির সঙ্গে বৈঠক করেছেন।
ওয়েন চিয়া পাও বলেছেন, চীন উগান্ডার সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়। চীন বর্তমানসহ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে উগান্ডা থেকে আমদানি পণ্যদ্রব্যের পরিমান বাড়াবে। চীন উগান্ডার কৃষি, জলসেচ, পরিবহন, টেলি-যোগাযোগ এবং অবকাঠামো নির্মাণে অংশ নিতে চীনা কোম্পানিগুলোকে পুঁজি বিনিযোগ করতে উত্সাহ দেয়। চীন উগান্ডার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিত্সা ক্ষেত্রে সাহায্য করতে ইচ্ছুক।
মুসেভেনি বলেছেন, চীনের উন্নয়ন থেকে উগান্ডা উপকৃত হয়েছে। উগান্ডার পক্ষে কৃষি, পরিবহন, টেলি-যোগাযোগ, খণিজ দ্রব্যাদি আবিষ্কার, পর্যটন ও অবকাঠামো নির্মাণে চীনের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে চায়। চীনের উন্নয়নের ধারাহুমকি নয়, বরং তা আফ্রিকাসহ সারা পৃথিবীর জন্য শান্তি ও উন্নয়নের সুযোগ এনে দিতে পারে।
বৈঠকের পর ওয়েন চিয়া পাও ও মুসেভেনি একসঙ্গে ধারাবাহিক দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত দলিলের মধ্যে রয়েছে দু'দেশের সরকারি পর্যায়ের অর্থনৈতিক ও প্রযুক্তি চুক্তি এবং উগান্ডায় একটি আদর্শ কৃষি কেন্দ্র ও গ্রামীণ স্কুল নির্মানের চুক্তি। বৈঠকের পর দু'দেশ যৌথ ইস্তাহার প্রকাশ করেছে। একই দিন রাতে চীনের প্রধানমন্ত্রী ও উগান্ডার প্রেসিডেন্ট একসঙ্গে এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।
|