ভিয়েতনামের প্রেসিডেন্ট চ্রান দুক লুং, প্রধানমন্ত্রী ফান ভান খঅই ও কংগ্রেসের চেয়ারম্যান নুয়েন ভান আন ২৪ জুন সকালে ভিয়েতনামের দশম কংগ্রেসের একাদশ অধিবেশনে পৃথক পৃথকভাবে পদত্যাগ পত্র প্রদান করেছেন।
খবরে প্রকাশ, এই তিন জন তাঁদের পদত্যাগ পত্রে তরুণ ও শক্তিশালী নতুন শীর্ষনেতাদেরকে দেশ গড়ায় উত্সাহিত করবে বলে আশা পোষণ করেন। ভিয়েতনামের কংগ্রেসে একইদিন বিকেলে ভোটদানের মাধ্যমে তাঁদের পদত্যাগ পত্র গৃহীত হওয়ার কথা। কংগ্রেসে নতুন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটদানের ফলাফল ২৬ জুন প্রকাশিত হবে।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নোং দুক মান একইদিন কংগ্রসের সম্মেলনে বলেছেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির দশম সম্মেলনের পর ভিয়েতনামের কেন্দ্রীয় কমিটির ও কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর কিছু সংখ্যক কর্মচারী পরিবর্তন করা হয়েছে। পার্টির সার্বিক নেতৃত্বকে সুনিশ্চিত করার জন্যে দেশের নেতৃত্বের উচ্চপদস্থ পর্যায়কেসুবিন্যস্ত করতে হবে। তিনি বলেছেন, চ্রা দুক লুং , ফান ভান খাই ও নুয়েন ভান আন ভিয়েতনামের দশম সম্মেলনের আগে নতুন তম কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেছেন। তিনি আরো বলেছেন, উল্লেখ্য যে, এই তিন জন নেতা পার্টির রীতিনীতি ও দেশের আইন প্রণয়নে সক্রিয় অবদান রেখেছেন।
|