ভিয়েতনামের তিন জন শীর্ষনেতা, প্রেসিডেন্ট চ্রা দুক লুং, প্রধানমন্ত্রী পান ভান খাই ও কংগ্রেসের চেয়ারম্যান নুয়েন ভান আন ২৪ জুন সকালে কংগ্রেসের কাছে পৃথক পৃথকভাবে তাঁদের পদত্যাগ পত্র প্রদান করেছেন।
খবরে প্রকাশ, এই তিন জন নেতা ভিয়েতনামের দশম কংগ্রেসের একাদশ অধিবেশনে যথাক্রমে পদত্যাগ পত্র প্রদান ও তাঁদের বক্তব্যপাঠ করেছেন। তাঁদের পদত্যাগ পত্র গ্রহণ করা যায় কিনা ভিয়েতনামের কংগ্রেসে একইদিন বিকেলে ভোটদানের মাধ্যমে সিদ্ধান্ত করা যায়।
ভিয়েতনামের একজন সরকারী কর্মকর্তা বলেছেন, তিন জনের পদত্যাগের উদ্দেশ্যে হচ্ছে তরুণ নেতৃত্বকে সুযোগ দেয়া।
পান ভান খাই, চ্রান দুক লুং ও নুয়েন ভান আনের বয়স ৬০ বা ৭০ বছরের মতো। এপ্রিল মাসে শেষ হওয়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির দশম জাতীয় প্রতিনিধি সম্মেলনে এই তিন জন ভিয়েতনামের কেন্দ্রীয় সংস্থা, "কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোয়" নির্বাচিত হয়নি। পান ভান খাই মে মাসে প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচনে অংম না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইতোমধ্যেই দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হয়েছিলেন।
|