দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন ২২ জুন রাজধানিতে বলেছেন, কোরিয়া উপদ্বীপের পূর্বাঞ্চলে জাপানের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষিণ কোরিয়ার উচিত নৌবাহিনীর প্রতিরক্ষার শক্তি জোরদার করা, যাতে স্বদেশের সামুদ্রিক অধিকার রক্ষা করা যায় ।
সেইদিন রোহ মো হিউন প্রেসিডেন্ট ভবনে বলেছেন, দক্ষিণ কোরিয়ার উচিত কোরিয়া উপদ্বীপের পূর্বাঞ্চলের সামুদ্রিক বিশেষ অর্থনৈতিক এলাকা ইত্যাদি সামুদ্রিক অধিকার রক্ষা করা। দক্ষিণ কোরিয়ার উচিত জাপানের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বদেশের প্রতিরক্ষার শক্তি এবং জাপানের মত প্রচারনার শক্তি অর্জন করা । দোকদো সমস্যায় উদাসিনতা অবলম্বন করছে। কিন্তু দক্ষিণ কোরিয়াকে দোকদো সমস্যা মোকাবিলা করতে হবে।
এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, তবে জাপান যাতে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে সে জন্যে দক্ষিণ কোরিয়া কূটনৈতিক প্রচেষ্টাচালাবে ।
|