চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন ২৩ জুন পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে, জাপান আর চীন মিলিত প্রচেষ্টা চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চীন ও জাপানের সম্পর্কের সম্মুখীন রাজনৈতিক বাধা অতিক্রম করে দু'দেশের সম্পর্ককে স্বাভাবিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।
সফররত জাপানের সংসদের উচ্চ পরিষদে লিবারেল ডেম্রোক্র্যাটিক পার্টির নেতা তোরানোসুকে কাতায়ামার সঙ্গে সাক্ষাত্ করার সময়ে থাং চিয়া শুয়েন এর কথা বলেছেন।
থাং চিয়া শুয়েন বলেছেন, চীন ও জাপানের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের সুরক্ষা দু'দেশ আর দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, এই অঞ্চল আর বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য হিতকর। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জাপান-চীন মৈত্রী সংক্রান্ত সাতটি গোষ্ঠীর দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করার সময়ে সার্বিকভাবে চীন সরকার জাপানের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি ব্যাখ্যা করেছেন, তাতে দু'দেশের সম্পর্কোন্নয়নের চীনের আন্তরিক সদিচ্ছা এবং সক্রিয় মনোভাব প্রতিফলিত হয়েছে।
কাতায়ামা বলেছেন, জাপান আর চীন হচ্ছে প্রতিবেশী দেশ, দু'দেশের সংস্কৃতির মিল আছে, আমরা ব্যাপক ক্ষেত্রে আদান-প্রদান এবং সহযোগিতা করতে পারি। জাপান ও চীনের মৈত্রী দু'দেশের জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তির জন্যও তা সহায়ক হবে।
|