২৩ জুন চীনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে পুঁজি বিনিয়োগের ব্যবস্থাপনা জোরদার সংক্রান্ত একটি নিয়মবিধি শিগ্গিরপ্রকাশিত হবে । জানা গেছে , এই নিয়মবিধি অনুযায়ী , কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে প্রধান প্রধান পণ্যদ্রব্যের উত্পাদনে উত্সাহ দেয়া হবে আর অন্যান্য ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের ঝুঁকি কমানো হবে ।
চীনে কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান মানে বিরাটাকারের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান । এই নিয়মবিধি অনুযায়ী , কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে কি কি পণ্যদ্রব্য উত্পাদন করা হবে , তা অনুমোদনের জন্য রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় পুঁজি ব্যবস্থাপনা কমিশনের কাছে আবেদন জানানো প্রয়োজন ।
এর আগে চীনের রাষ্ট্রীয় পুঁজি ব্যবস্পাপনা কমিশনের চেয়ারম্যান লি রোং রোং বলেছেন , কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে শেয়ার ইত্যাদি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের যে ক্ষতি হয়েছে , তা বরাবই শিল্প প্রতিষ্ঠানের লোকসানের অন্যতম প্রধান কারণ ।
|