বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাত্ ডাবলিও টি ও ২২ জুন দোহা রাউন্ড বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- কৃষি ও অকৃষি পণ্য বাজারে প্রবেশের অনুমতি সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব প্রকাশ করেছে । ডাবলিওটিও আশা করে যে , আগামী সপ্তাহে জেনিভায় অনুষ্ঠিতব্য এই সংস্থার সদস্যদের উচ্চ পর্যায়ের অধিবেশনে এর ভিত্তিতে আরো আলোচনা করা হবে , যাতে মতৈক্য পৌঁছানো যায় ।
কৃষি ও অকৃষি পণ্য বাজারে প্রবেশের অনুমতি সংক্রান্ত ডাবলিও টি ও'র সদস্যদের বৈঠকে কৃষি ভর্তুকী আর কৃষি পণ্য ও শিল্প পণ্য আমদানির শুল্ক কমানো এই তিনটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত । এই বৈঠকের প্রধান লক্ষ্য হল শুল্ক ও ভর্তুকী কমানোর কাঠামোর বিষয়ে মতৈক্যে পৌঁছানো । সুতরাং এই খসড়া প্রস্তাবকে আবারও কাঠামোর খসড়া প্রস্তাব বলা যায় ।
খবরে প্রকাশ , ৭২ পৃষ্ঠা দীর্ঘ খসড়া প্রস্তাবে কৃষি ভর্তুকী আর কৃষি পণ্যের শুল্ক এই দু'টি ভাগে ৭৬০টি বিষয়বস্তুতে ডাবলিওটিও'র সদস্যদের মতবিরোধ বিদ্যমান ।
|