৭দিনব্যাপী আরব শিল্পকলা প্রদর্শনী ২৩ জুন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সংস্কৃতি মন্ত্রী সুং চিয়া চেন ও ১৭টি আরব দেশের সংস্কৃতি মন্ত্রীরা আর চীনস্থ বেশ কয়েজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন ।
জানা গেছে , এই প্রদর্শনী আরবের ঐতিহ্যিক শিল্পকলা প্রদর্শনী আরবের বর্তমান যুগের শিল্প প্রদর্শনী আর চীনের কূটনীতিবিদদের চোখে আরব জগতের আলোকচিত্র প্রদর্শনী এই তিন ভাগে বিভক্ত । বিশাধিক আরব দেশের স্বর্ণ , রুপা ও কাচজাত দ্রব্য, ্ ৩ শতাধিক সৌন্দর্য্যময় হস্তশিল্প দ্রব্য এবং বর্তমানে যুগে বিভিন্ন দেশের শিল্পীদের রচিত ২ শতাধিক চিত্র , ভাস্কর্য ও গৃহসজ্জার সামগ্রী এই প্রদর্শনীতে দেখানো হচ্ছে । এর সঙ্গে সঙ্গে আলোকচিত্র প্রদর্শনীতে আরব দেশগুলোতে চীনা কূটনীতিবিদদের ২ শতাধিক আলোকচিত্রও দেখানো হচ্ছে । এতে আরব দেশগুলোর স্থানীয় রীতি-নীতি জীবন্ত হয়ে উঠেছে ।
|