v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-23 18:52:13    
আন্ হুইয়ের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতি

cri

    অধ্যবসায় আর সাহসিকতা পূর্ব চীনের আন্ হুই প্রদেশবাসীদের স্বভাব ও চরিত্র । ১৯৭৮ সালে এই প্রদেশের ফং ইয়াং জেলার সিয়াও কাং গ্রামে কৃষিতে উত্পাদনের দায়িত্ব-বন্টন ব্যবস্থা চালু হওয়ায় চীনের গ্রামাঞ্চলের সংস্কার অভিযান শুরু হয়েছে । ২০০০ সালে আন হুই চীনের এমন প্রদেশে পরিণত হয়েছে , যেখানে গ্রামাঞ্চলে প্রথম করমুক্ত কৃষি চালু হয় । গত কয়েক বছরে এই প্রদেশের পরীক্ষামূলক সংস্কার সমগ্র দেশের গ্রামাঞ্চলের সংস্কারের জন্য শিক্ষণীয় উদাহরণ সৃষ্টি করেছে ।

     ভৌগলিক অবস্থানের দিক থেকে তা ছাড়া আন হুইর অসাধারণ প্রাধান্যও আছে । পূর্ব চীনে অবস্থিত এই প্রদেশের পশ্চিম দিক মধ্য চীনের সংগে সংলগ্ন । এই প্রদেশ ইয়াংশি নদীর ব-দ্বীপ অঞ্চলের একটি অংশ । এটা আন হুইয়ের ভবিষ্যত বিকাশের জন্য ব্যাপক সম্ভাবনা যুগিয়েছে । এই প্রদেশ শক্তি সম্পদ , খনিজ সম্পদ , শ্রম শক্তি , বিজ্ঞান ও প্রযুক্তি , কৃষি , পর্যটন সম্পদ ইত্যাদি সম্পদে সমৃদ্ধ । তা ছাড়া আন হুইয়ের শিল্পের রকমারিও বৈচিত্র্যময় । এই প্রদেশের নানা রকমের শিল্প নদীর দু'পারের বিভিন্ন শহরে বিন্যস্ত । মা আন সানে লৌহ ও ইস্পাত , উহুতে মোটরগাড়ি শিল্প , থুংলিংয়ে অলৌহ শিল্প এবং আন ছিংয়ে তেল ও রসায়ন আর বস্ত্র শিল্প ছড়িয়ে পড়ে ।

    যদিও এই প্রদেশ প্রচুর শক্তি সম্পদে সমৃদ্ধ , কিন্তু নানা কারণে এই প্রদেশ এখনো পিছিয়ে আছে । সে জন্য এই প্রদেশের উথ্থান অত্যন্ত প্রয়োজন । গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার মধ্য চীনের উথ্থান বাস্তবায়নের লক্ষ্য দাখিল করার পর আন হুই তার সেকেলে ভাবমূর্তি বদল করতে চেষ্টা করছে ।

    ২০০৬ সালের ২৮ মার্চ চীনের নিজের তৈরী চেরী মার্কার মোটর গাড়ির একটি উত্পাদন লাইন চালু হয়েছে । তার মাধ্যমে এই মার্কার মোটর গাড়ির বার্ষিক উত্পাদন পরিমাণ ৫ লক্ষে দাঁড়ায় । চেরী কোম্পানি গঠিত হবার পরবর্তী ১০ বছরেরও কম সময়ের মধ্যে যে এত দ্রুত প্রসারিত হয়েছে , তা চীনের মোটর গাড়ির ইতিহাসে রেকর্ড স্থাপন করেছে । এখন চীনে চেরী কোম্পানি একটি প্রকৃত প্রধান মোটরগাড়ি শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।

    ফং ইউয়ান কোম্পানি ১২ বছর আগে শুধু একটি ছোট কারখানা ছিল । তখন তা দেউলিয়াত্বের দিকে চলছিল । এখন এই কোম্পানি চীনের এমন বৃহত্তম জৈব রসায়ন শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে , যেখানে ভুট্টার সার্বিক প্রক্রিয়াকরণ হয় । কোম্পানিতে বিদেশী উন্নত মানের প্রযুক্তি আমদানির ভিত্তিতে দেশের অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয় আর বৈজ্ঞানিক গবেষণাগারের সংগে মিলে জৈব সম্পদ উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । গত কয়েক বছরে আন হুই প্রদেশে মা আন সান লৌহ ও ইস্পাত কোম্পানি , হাই লোং শিল্প গোষ্ঠী , চিয়াং হুয়াই মোটরগাড়ি শিল্প গেষ্ঠী , থুং লিন অলৌহ ধাতু শিল্প গোষ্ঠী , আন হুই ফর্কলিফট্ , আন হুই চিয়া থুং টায়ার কোম্পানি , হো ফেই হিটাচি কোম্পানি , হো ফেই হেয়ার কোম্পানি , ছু চৌ সীমেনজ্ কোম্পানি , হু হু মেডিয়া কোম্পানি , আন হুই হুয়া মাও কোম্পানি , থুং লিন রসায়ন শিল্প গোষ্ঠী ইত্যাদি বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান দ্রুত প্রসারিত হয়েছে ।

    গত বছর আন হুই প্রদেশের জি ডি পি ৫৩০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । তার বৃদ্ধি হার ১১.৮ শতাংশ আর আর্থিক আয় ৬৫ বিলিয়ন ইউয়ানেরও বেশি হয়েছে । অর্থনৈতিক উন্নয়নের দশম পাঁচসালা পরিকল্পনা চলাকালে কৃষি প্রধান আন হুই প্রদেশের শিল্পায়নের প্রক্রিয়া লক্ষনীয়ভাবে দ্রততর হয়েছে । গত তিন বছরে সারা প্রদেশের শিল্পের বর্ধিত মূল্য একটানা ১৯.৮ শতাংশের উপরে বজায় রয়েছে । শিল্পের দ্রুত বিকাশে যেমন আন হুইয়ের উন্নয়নের সামর্থ্য ও সম্ভাবনা বেড়ে গেছে , তেমনি কৃষি শিল্পায়নের বিকাশও ত্বরান্বিত করা হয়েছে । খাদ্যের উত্পাদন স্থিতিশীল করার ভিত্তিতে আন হুই অব্যাহতভাবে খাদ্যের সার্বিক প্রক্রিয়াকরণ শিল্প বাড়ানোর পদক্ষেপ জোরদার করেছে । হুয়াই হো নদীর ধারে অবস্থিত আন হুই ফং ইউয়ান শিল্প গোষ্ঠী খাদ্যের সার্বিক আর গভীর প্রক্রিয়াকরণের জন্য বছরে কয়েক ডজন লক্ষ টন খাদ্য ব্যবহার করে । প্রক্রিয়াকরণের মাধ্যমে নানা রকম খাদ্য দ্রব্য তৈরী করা হয় । ফং ইউয়ান শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান লি রোং জে বলেন , এক টন ভুট্টা থেকে স্পিরিট প্রক্রিয়াকরণ করা হলে তার মূল্য দ্বিগুণ বেড়ে যাবে । সাইট্রিক এসিড প্রক্রিয়াকরণ করা হলে তার মূল্য আড়াই গুণ বেড়ে যাবে আর ভূগর্ভে পচে যাওয়া প্লাস্টিক প্রক্রিয়াকরণ করা হলে তার মূল্য ১০ গুণ বৃদ্ধি পাবে । ভুট্টা থেকে ক্যান্সার প্রতিষেধক প্রক্রিয়াকরণ করা হলে তার মূল্য সম্ভবতঃ ৪ থেকে ৫ হাজার গুণ বেড়ে যাবে । তিনি বলেছেন , নীরেট খাদ্য উত্পাদনের মুনাফা অল্প । কিন্তু সার্বিক আর গভীর প্রক্রিয়াকরণ হবার মাধ্যমে তার অর্থনৈতিক ফলপ্রসূতা অনেক উন্নত হবে । কেন্দ্রীয় কার্যক্রম অনুযায়ী , একাদশ পাঁচসালা পরিকল্পনা মেয়াদে আন হুই প্রদেশে ফু ইয়াং , হাও চৌ, শো চৌ , ফাং ফু, ছু চৌ , লিউ আন এই ছ'টি বিরাটাকারের উত্কৃষ্ট খাদ্য উত্পাদন ঘাঁটি গড়ে তোলা হবে । এই ছ'টি প্রকল্প নির্মাণ করার জন্য ৩০ কোটি ইউয়ান বরাদ্দ করা হবে । প্রকল্পগুলো সম্পন্ন হবার পর বছরে আরো বেশি ৭ লক্ষ টন খাদ্য উত্পাদন করা হবে । ২০১০ বছরের শেষ নাগাদ সমগ্র প্রদেশের খাদ্যের বার্ষিক উত্পাদন পরিমাণ ২ কোটি ৭৫ লক্ষ টনে দাঁড়াবে । নিজ প্রদেশের চাহিদা মেটানো ছাড়া বছরে ৫০ লক্ষ টন খাদ্য দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা যাবে ।

    গত কয়েক বছরে আন হুই প্রদেশ সক্রিয়ভাবে পুঁজি আকর্ষণের নীতিও পালন করেছে । আন হুই প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান লি মিন বলেছেন , গত বছর আন হুই প্রদেশ চীনের অন্যান্য অঞ্চল থেকে মোট৮০.১ বিলিয়ন ইউয়ান পুঁজি আমদানি করেছে । এর মধ্যে ইয়াংশি নদীর ব-দ্বীপ অঞ্চলের পুঁজি মোট পুঁজির ৫৫ শতাংশ হয়েছে । বর্তমানে ইয়াংশি নদীর ব-দ্বীপ অঞ্চলে আন হুই প্রদেশ শক্তি সম্পদ ও কাঁচামাল সরবরাহ , পর্যটন , সবুজ কৃষিজাত দ্রব্য ও শ্রম শক্তি সরবরাহের ঘাঁটিতে পরিণত হয়েছে ।

    গত বছর আন হুই প্রদেশের রাজধানী হো ফেই থেকে চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং-গামী পর্যন্ত রেল পথের নির্মাণকাজ সার্বিকভাবে শুরু হয়েছে । এই রেল পথ সম্পন্ন হবার পর হো ফেই থেকে নানচিং পর্যন্ত যাত্রীবাহী রেলগাড়িতে সময় শুধু ১ ঘন্টা লাগবে । কতকগুলো ধারাবাহিক প্রকল্প সম্পন্ন হবার সংগে সংগে ইয়াংশি নদীর ব-দ্বীপ অঞ্চলের সংগে সংযুক্ত আন হুই প্রদেশের পরিবহনের একটি পূর্ণাংগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে । ২০০৪ সালে হুয়াং সান শহর আর ছি চৌ শহর সাফল্যের সংগে ইয়াংশি নদীর ব-দ্বীপ অঞ্চলের পর্যটন সহযোগিতার কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে । ২০০৫ সালে আন হুই প্রদেশ আর চে চিয়াং প্রদেশের মধ্যে শীর্ষবৈঠক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । ফলে আন হুই প্রদেশ সাফল্যের সংগে ইয়াংশি নদীর ব-দ্বীপ অঞ্চলের শহরের নির্মাণকাজের কার্যক্রম ব্যবস্থায় প্রবেশ করেছে ।