সার্বিয়া প্রজাতন্ত্র আর মন্টেনেগ্রো প্রজাতন্ত্র ২২ জুন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে।
সার্বিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ভুক দ্রাস্কোভিচ আর মন্টেনেগ্রোর পররাষ্ট্রমন্ত্রী মিওদ্রাগ ভ্লাহোভিচ সে দিন সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রটোকল স্বাক্ষর করেছেন।
দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, এই প্রটোকলের স্বাক্ষর দু'দেশের সম্পর্কের বিকাশের জন্য ঐতিহাসিক তাত্পর্য আছে। দু'দেশ অব্যাহতভাবে সমতা ও পারস্পরিক উপকারিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে। দু'দেশের জনগণও ঐতিহ্যিক মৈত্রী বজায় রাখবে। দু'পক্ষ আরো বলেছে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশ যত তাড়াতাড়ি সম্ভব পরস্পরের কাছে রাষ্ট্রদূত পাঠাবে।
|