** ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্রী সংবিধান গৃহীত
১৭৯৩ সালের ২৪ জুন ফ্রান্সের জাতীয় সংসদে " ১৭৯৩ সালের সংবিধান " গৃহীত হয়। তার আরেক নাম ছিলো " ইয়াকেবিন সংবিধান"। এই সংবিধান সামন্ততান্ত্রিক ব্যবস্থা বাতিল করা দেয়, এবং ২১ বছর বয়সের পুরুষদের নির্বাচনের নিশ্চিত করে।
১৭৯৩ সালের সংবিধান ছিলো তখনকার সবচেয়ে প্রগতিশীল ও গণতান্ত্রিক বুর্জোয়া গণতান্ত্রিক সংবিধান। ফ্রান্সের তত্কালীন বৈরী সংগ্রামের তীব্রতার জন্যেই এই সংবিধান কার্যকর হয়নি।
** "সিখুছুয়ান শুর " প্রথম খন্ড প্রকাশ ।
সম্রাট তাওকুয়াং সিহাসনে আরোহনের পুর্বে ছিং রাজত্বকালে সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট সাফল্য পাওয়া যায়। সেই সময়পর্বে ওয়াংফুচি 、হুয়াংজুংসি、 গুইয়ানউ ও তাই জেনের মত অনেক বিশিষ্ট চিন্তাবিদ এবং ছাও সুয়ে ছিন、 উজিংচি 、খুংসাংরেন ও সি থাও প্রমুখ বিখ্যাত সাহিত্যিকের জন্ম হয় । ইতিহাসের গবেষনায় লক্ষ্যনীয় অগ্রগিত হয় ।প্রাচীন মুল গ্রন্থের গবেষনার ক্ষেত্রেও একের পর এক খ্যাতনামা পন্ডিত আবির্ভুত হন । সরকারের আর্থিক মহায়তায় "সিখুছুয়ান শু " প্রভৃতি ধারাবাহিক গ্রন্থ প্রকাশিত হয় । বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও প্রচুর সাফল্য পাওয়া যায় । তার মধ্যে স্থাপত্য শিল্পের কীর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য ।
ছিং রাজবংশীয় আমলে চীন একটি কৃষি প্রধান দেশ ছিল। সাংস্কৃতিক আর ভাবাদর্শের ক্ষেত্রে সামন্ততান্ত্রিক রীতিনীতি ও আচার ব্যবহার মেনে চলতে উত্সাহ দেয়া হয়। কেউ প্রবন্ধ লিখে ভিন্ন মত প্রকাশ করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বহির্বিশ্বের দিকে চীনের দ্বার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল । রাজদরবার ছিল আত্ম অহংকারে নিমগ্ন।
"সিখুছুয়ান শু " " চীনের সাংস্কৃতিক মহলের এক মহা কীর্তি" বলে পরিচিত । ১৯৯৪ সালের ২৪ জুন পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রকাশনালয় "সিখুছুয়ান শুর " প্রথম খন্ড প্রকাশ করে।
** লোকসংখ্যা পন্ডিত মা ইংছুর জন্ম
১৮৮২ সালের ২৪ জুন চীনের চেচিয়াং প্রদেশের শাওসিং শহরের মদ তৈরির একটি পরিবারে মা ইয়িনছুর জন্ম হয়।
২০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতি পড়েন। তিনি ছিলেন চীনের প্রথম ব্যক্তি বিদেশে গিয়ে অর্থনীতি পড়েছিলেন এবং অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রী লাভ করেছিলেন। স্বদেশে ফিরে আসার পর, তিনি পর পর পেইচিং বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যোগাযোগ বিশ্ববিদ্যালয়, ছুংছিং বিশ্ববিদ্যালয় ও চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
** মহাশূন্যে নারীদের প্রথম অভিযান
১৯৮৩ সালের ২৪ জুন মার্কিন " চ্যালেঞ্জার " নামক মহাশূন্যযান ছয়দিনব্যাপী উড্ডয়নের কর্তব্য শেষ করার পর, মার্কিন ক্যালিফোর্নিয়ার অংগরাজ্যের এডওয়ার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এভাবে সালি-রাইদ হয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী যিনি মহাশূন্যে প্রবেশ করেছেন। যখন মহাশূন্যযানটি সপ্তমবারের মত উড্ডয়ন করে , তখন ৩২ বছর বয়সের এই পদার্থবিজ্ঞানী " চ্যালেঞ্জার " নামক মহাশূন্যযানের পাঁচজনের অন্যতম ছিলেন ।
তখন মোট ২ লাখ ৫০ হাজার দর্শক এই মহাশূন্যযানটি ফিরে আসার অনুষ্ঠানে অংশ নেন । এর অনেক দর্শক "সালি-রাইদের " প্রতীক টি-শার্ট পড়েন।
** চীন-সোভিয়েত্ পার্টির সম্পর্ক ছিন্ন
১৯৬০ সালের ২৪ জুন সমাজতন্ত্রিক দেশগুলোর কমিউনিস্ট পার্টি ও ওয়াকার্স পার্টির প্রতিনিধিরা বুখারেস্টে বৈঠকে মিলিত হন। ফেংচেনের নেতৃত্বাধীন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।
|