চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান মাদাম চাং মেই ইং ২২ জুন মোনাকোর মন্টেকার্লোয় অনুষ্ঠিত মন্টানা ফোরামের ১৭তম বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
তিনি ভাষণে বলেছেন, চীন ইউরোপীয় ইউনিয়নের একীভূতকরণ প্রক্রিয়া বরাবরই সমর্থন করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব দেয়। চীন পারস্পরিক সম্মান, সমান ও পারস্পরিক উপকারিতামূলক ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করতে ইচ্ছুক, যাতে চীন-ই'ইউ আরো ঘনিষ্ঠ সহযোগী ও অংশীদারে পরিণত হতে পারে।
তিনি আরো বলেছেন, চীন শান্তিপূর্ণ উন্নয়ন এবং সহযোগিতার নীতি সমর্থন করতে থাকবে। চীন বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে একটি দীর্ঘকালীন, শান্তি ও অভিন্ন সমৃদ্ধ বিশ্ব নির্মাণ করতে ইচ্ছুক।
সম্মেলন উদ্বোধন হওয়ার আগে চাং মেই ইং মন্টানা ফোরামের চেয়ারম্যান কাটলুনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|