আগামী পাঁচ বছরে চীন বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য আরো বেশি প্রয়াস চালাবে , যাতে দারিদ্র্য বিমোচনের উপকারিতা বাড়ানো যায় ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয়ের পরিচালক লিউ চিয়ান ২২ জুন চীনের কুই ইয়াং শহরে অনুষ্ঠিত একটি দারিদ্র্য বিমোচন সম্মেলনে বলেছেন , আগামী পাঁচ বছরে দারিদ্র্য বিমোচন বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং গুরুত্বপূর্ণ স্থানে দারিদ্র্য বিমোচনের কাজ সমন্বিত করবে , বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পে আরো বেশি অর্থ বরাদ্দ করবে ।
বর্তমানে চীনের মধ্য-পশ্চিমাঞ্চলে গরীব মানুষ বেশি এবং প্রাকৃতিক পরিবেশ ভিন্ন ভিন্ন । লি চিয়ান বলেছেন , বিভিন্ন অঞ্চলের উচিত নিজ অঞ্চলের অবস্থা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা , বিভিন্ন পর্যায়ের দারিদ্র্য বিমোচনের প্রকল্পে পুঁজি বিনিয়োগ নিশ্চিত করা , বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের নিয়মিত ব্যবস্থা স্থাপন করা এবং দারিদ্র্য বিমোচনের উপকারিতা বাড়ানো।
|