শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী মানগালা সামারাভিরা ২২ জুন নয়াদিল্লীতে জোর দিয়ে বলেছেন , শ্রীলংকা সরকার রাজনৈতিক পদ্ধতিতে দেশের জাতীয় সমস্যা সমাধান করার জন্য প্রয়াস চালিয়েছে ।
সামারাভিরা সেদিন ভারতে একদিনের সফর করেছেন । তাঁর সঙ্গে বৈঠককালে ভারতের প্রধানমন্ত্রী মানমহন সিং শ্রীলংকা সরকার ও সরকার বিরোধী টাইগার সংস্থার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন । তিনি আশা করেন , শ্রীলংকার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ক্ষমতা ভাগাভাগির সন্তোষজনক উপায় খুঁজে বের করতে পারবে । সিং বলেছেন , ভারত শ্রীলংকার ঐক্য , সার্বভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতা সমর্থন করে ।
সামারাভিরা বলেছেন , যুদ্ধ শ্রীলংকা সরকারের বাছাই নয় । শ্রীলংকা সরকার রাজনৈতিক উপায়ে দেশের জাতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে চায় । তিনি বলেছেন , সরকার টাইগার সংস্থাকে সংলাপ করার আমন্ত্রণ জানিয়েছে এবং বিশেষ কমিশন গঠন করে ক্ষমতা বটনের উপায় গবেষণা করবে ।
|