ও এক নারী
তোমার ঐ রূপের ছটায়
আমি অবাক হয়ে মরি।
প্রিয় পত্মী হয়ে তুমি
স্বামীর সেবা কর,
স্বামীর জন্য নিজের সুখ
ত্যাগ করতে পারো ।
কন্যা হয়ে পিতা-মাতার
আঙ্গল ধরে চল,
পিতা-মাতার কথা মেনে
জীবন গড়ে তোল।
মা মরিয়ন হয়ে তুমি
সন্তান পালন কর,
সন্তানের মঙ্গলের জন্য
মরতেও তুমি পারো।
---বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আলিফ উদ্দিন রোডের সুরেশ চন্দ্র বিশ্বাস
|