** আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি প্রতিষ্ঠিত
১৮৯৪ সালের ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক গেম্স কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সংক্ষিপ্ত নাম অলিম্পিক কমিটি।
আন্তর্জাতিক অলিম্পিক গেমসের পূর্বরূপ ছিল প্রাচীন গ্রীসের অলিম্পিক গেমস । খৃষ্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে দক্ষিণ গ্রীসের অলিম্পিয়ায় চার বছর একবার করে এই গেমস অনুষ্ঠিত হয়, শুধু গ্রীক নাগরিকরা এতে অংশ নিতে পারতেন।
১৮৯৪ সালের ১৬ থেকে ২৪ জুন পর্যন্ত প্যারিসে একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অলিম্পিক গেমস আবর শুরু করার প্রস্তাব গৃহীত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক গেমস নেতৃত্ব ও সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। এই কমিটি নির্বাচিত বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির সদস্য নিয়ে গঠিত। এবং একজন চেয়ারম্যান, কয়েকজন ভাইসচেয়ারম্যানকে কমিটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। তার সদরদপ্তর সুইজারল্যান্ডের লোজানে থাকে।
অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হবার পর, ১৮৯৬ সালে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তারপর প্রতি চার বছর একবার করে অলিম্পিক গেমসের আয়োজন করা হয়।
**মিং রাজবংশের প্রথম সম্রাটের মৃত্যু
১৩২৮ সালে জু ইউয়ান চাং একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আরেক নাম ছিল সিং জুং । ১৩৯৮ সালের ২৩ জুন তিনি মারা যান।
খ্রীষ্টীয় ১৩৬৮ অব্দে জু ইউয়ান চাং চীনের তত্কালীন রাজধানী নানজিং শহরে সিংহাসনে আরোহন করেন এবং মিং রাজবংশ স্থাপন করেন । তিনি ৩১ বছর ধরে ক্ষমতায় ছিলেন । তিনি যতদুর সম্ভব কেন্দ্রীয় সামন্ততান্ত্রিক একনায়কত্ব জোরদার করেছিলেন । সিংহাসন পাকাপোক্ত করার জন্য তিনি নানা অজুহাতে কীর্তি স্থাপনকারী জেনারেল ও মন্ত্রীদের নিধন আর নির্বিচারে ভিন্নমতা বলম্বীদের হত্যা করার আদেশ দেন এবং রাজপরিবার বিরোধী শক্তি দমন করেন । তাঁর মৃত্যুর পর তাঁর নাতি চিয়ান ওয়েন সিংহাসনে অধিষ্ঠিত হন।পরে সম্রাট চিয়ান ওয়েনের চাচা জুদি সামরিক অভ্যুস্থান ঘটিয়ে তাঁকে পরাজিত করে সিংহাসন অধিকার করেন । ১৪২১ সালে রাজধানী নানচিং থেকে পেইচিংয়ে স্থানান্তরিত হয় ।
মিং রাজবংশীয় আমলে কেন্দ্রীয় একনায়কত্ব জোরদার হলেও সম্রাটদের মধ্যে কেউ নির্বোধ ছিলেন এবং কেউ অল্প বয়স্ক বলে রাজসভা নিয়মিত বসত না । রাজশক্তি পড়েছিল খোজাদের খপ্পরে । দুর্নীতিপরায়ণ খোজারা ঘুষ খেতেন এবং সত্যবাদী রাজকর্মচারীদের অন্যায় অত্যাচার করতেন । ফলে শাসন ব্যবস্থা কলুষিত হয়ে উঠে এবং সামাজিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে । মিং রাজত্বকালের মধ্যভাগে একাধিক কৃষি বিদ্রোহ ঘটে ,তবে সবই ব্যর্থতায় পর্যবসিত হয় ।
** অলিম্পিক যাদুঘর আনুষ্ঠানিকভাবে চালু
১৯৯০ সালের ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সুইজারল্যান্ডের লোজানে তনতুন নির্মিত অলিম্পিক যাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্কালীন চেয়ারম্যান সামারানচ ,স্পেনের রাজা কার্লোস ও রানী প্রমুখ বিশিষ্ট অতিথিরা এবং প্রায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অন্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার প্রায় ২ হাজার কর্মকর্তা ঔ অনুষ্ঠানে অংশ নেন।
|