ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কিছু অঞ্চলে কয়েক দিনে একটানা মুষলধারে বৃষ্টির কারণে বন্যাজনিত ও পাহাড়ে ভূমি ধ্বসের ঘটনা ঘটেছে। ২২ জুন সকাল পর্যন্ত এতে কমপক্ষে ১৭৮জন নিহত এবং ১৩৫জন নিখোঁজ হয়েছে।
জানা গেছে, উপদ্রুত অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুতর অঞ্চল হচ্ছে সিনজায় জেলা। এ জেলায় ১৬৮জন নিহত হয়েছে। তাছাড়া বন্যায় কয়েক শো বাড়ি ধ্বংস হয়েছে এবং আট শোরও বেশিজন গৃহহারা হয়েছে। বর্তমানে সাহায্য দল নিখোঁজ লোকদের খুঁজে বের করার চেষ্টা করেছে।
অন্য খবরে জানা গেছে, বর্তমানে ইন্দোনেশিয়ার সরকার বলেছে, দুর্গত এলাকায় এক লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য পাঠিয়েছে। কিছু ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছানো হয়েছে।
|