চীনের পরিবার পরিকল্পনা নীতি কি কার্যকরী আছে?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের রাজশাহী জেলার লেকচারারস রেডিও লিসেনার্স ক্লাব এণ্ড লাইব্রেরীর পরিচালক মোঃ সাইফুল ইসলাম থান্দার
উঃ জিঁ হয়েছে। চীন পরিবার-পরিকল্পনাকে একটি মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসেবে কার্যকরী করছে । চীনে যে পরিবার-পরিকল্পনা নীতি পালিত হচ্ছেতাতে জনসাধারনের ইচ্ছার সঙ্গে রাষ্ট্রের পরিচালনা সমন্বিত করার পদ্ধতি গ্রহণ করা হয় । রাষ্ট্রের পরিচালনার অর্থ হলো : কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকার লোকসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রন করা , লোকসংখ্যার গুনগতমান উন্নত করা ,লোকসংখ্যা-কাঠামো রূপান্তর করার নীতিবিধি আর লোকসংখ্যা উন্নয়ন পরিকল্পনা তৈরি করা এবং যাবতীয় দম্পতির জন্য প্রজনন-স্বাস্থ্যের পরিসেবা ,প্রসব নিবারণ ও জন্ম-নিয়ন্ত্রণ,শ্রেষ্ঠ সন্তান ধারণও লালনপালন প্রভৃতি ক্ষেত্রে পরামর্শ এবং পরিচালনা ও প্রযক্তির সেবা দান করা। জনসাধারনের ইচ্ছার অর্থ হলো :রাষ্ট্রের সংশ্লিষ্ট নীতি ও আইনবিধির নির্দেশনায় প্রসব বয়সী দম্পতীরা নিজ নিজ বয়স,স্বাস্থ্য,পেশা আর পারিবারিক আর্থিক অবস্থা অনুযায়ী দায়িত্বশীলভাবে পরিকল্পনানুসারে গর্ভধারন ও প্রসব করা এবং প্রসব নিবারণ ও জন্ম-নিয়ন্ত্রনের উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়া ।
চীনের বর্তমান পরিবার পরিকল্পনা নীতির প্রধান প্রধান বিষয়বস্তু হলো : দেরীতে বিয়ে করা ও দেরীতে সন্তান নেওয়া , কম সন্তান এবং শ্রেষ্ঠ সন্তান প্রসব করা , এক দম্পতীর এক সন্তান নেওয়ার প্রস্তাব করা । গ্রামাঞ্চলে যে সব দম্পতীর বিশেষ অসুবিধা আছে তারা কয়েক বছর পর দ্বিতীয় সন্তান নিতে পারেন। সংখ্যালঘূজাতি অধ্যূষিত এলাকায় বিভিন্ন জাতি নিজ নিজ ইচ্ছা আর যার যার জাতির লোকসংখ্যা, সম্পদ , অর্থনীতি , সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী সাধারনতঃ দুই সন্তান নিতে পারে । কোনো কোনো জায়গায় তিনটি সন্তানও নেওয়া যায়। যে সংখ্যালঘূজাতির লোকসংখ্যা অতি কম তাদের সন্তান নেওয়ার সংখ্যা সীমিত নেই ।
চীনে পরিবার পরিকল্পনা নীতি কার্যকরী করার পর থেকে এপর্যন্ত দেরীতে বিয়ে করা আর দেরীতে সন্তান নেওয়া , কম সন্তান ও শ্রেষ্ঠ সন্তান নেওয়া ধাপে ধাপে একটি সামাজিক রীতিতে পরিণত হয়েছে ।
সি আর আই'এর সব বিভাগ মিলিয়ে মোট কতজন আছেন?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের দিনাজপুর জেলার মোঃ মোস্তাক আহমেদ
উঃ সি আর আই এর ৩৮টি বিদেশী ভাষা বিভাগের মোট হাজারাধিক জন কর্মচারী আছেন। সম্পাদক ও সংবাদদাতা আর প্রযুক্তিগত ব্যক্তি আছেন প্রায় ৬০০। বিদেশী কর্মকর্তা আছেন শতাধিক।
সি আর আই থেকে যখন রাতে খবর প্রচার করেন তখন আপনাদের চীনের সময় কত?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের মেহেরপুর জেলার আরিফ মেহমুদ
উঃ বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সি আর আইয়ের অনুষ্ঠান প্রথম অধিবেশন প্রচারিত হয়, তখন পেইচিংয়ের সময় রাত নয়টা।
সি আর আই এশিয়ার কতটি ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে?
প্রশ্নতাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার খড়িখালীর ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের শ্রী সকদেব কুমার ঘোষ
উঃ সি আর আই মোট ৩৮টি বিদেশী ভাষা আর চীনের হান ভাষা ও ৪টি আঞ্চলিক ভাষা দিয়ে অনুষ্ঠান প্রচার করে। এর মধ্যে এশিয়ার ২০ বিদেশী ভাষা আছে। তা হচ্ছেঃ উর্দু, বাংলা, হিন্দী, কোরিয়ান, জাপানী, অন্তর্মঙ্গোলান, নেপালী, তামিল, সিংহালিস, ভিয়েতনামিজ, লাওসিয়ান, কম্বোডিয়, থাই, মালয়, ইন্দোনেশিয়, ফিলিপিন্স, বার্মিস, ফার্সি, তুরস্ক ও পুস্তু ভাষা।
চীনের আয়তন কত?
প্রশ্নতাঃবাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দক্ষিণ খিলগাঁওয়ের আশেকুর রহমান শমরাট
উঃ চীন, এশীয় মহাদেশের পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহা সাগরের পশ্চিমতীরে অবস্থিত।চীনের স্থলভাগের আয়তন প্রায় ৯৬লক্ষ বর্গ কিলোমিটার । আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহওম দেশ এবং রাশিয়া আর কানাডার পর চীন বিশ্বে তৃতীয় বৃহওম দেশ।
|