২১ জুন দক্ষিণ আফ্রিকা সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেছেন, তিনি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি দু'দেশের মধ্যে বিদ্যমান বস্ত্রপণ্যের বাণিজ্যিক সমস্যাগুলো নিয়ে পুরোপুরি সমঝোতায় পৌঁছেছেন। দু'পক্ষ মনে করে, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্য ক্ষেত্রে দু'পক্ষের সার্বিক সহযোগিতার দিকগুলো কোন পক্ষ দ্বারাই প্রভাবিত হবে না।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, চীন কোনোমতেই বস্ত্রপণ্য বাণিজ্যের মাত্রা বাড়িয়ে অন্যান্য দেশের বাজার দখল করা পছন্দ করেনা। এই ক্ষেত্রে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসরণ করবে এবং সংশ্লিষ্ট দেশকে বস্ত্রপণ্য উত্পাদনের ক্ষেত্রে তার সামর্থ্য অনুযায়ী সাহায্যের চেষ্টা করবে।
তিনি বলেন, রপ্তানি ক্ষেত্রে চীন নিজেকে সবসময় সংযত রাখবে, যাতে দক্ষিণ আফ্রিকার বাজারে তাদের নিজস্ব পণ্যের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
|