২১ জুন চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি দক্ষিণ আফ্রিকার আইন প্রণয়নকারী রাজধানী কেপটাউনে চীন ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক সংক্রান্ত সহযোগিতা কর্মসূচীসহ ১৩টি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন।
অনুষ্ঠান শেষে ওয়েন চিয়াপাও বলেন, সহযোগিতা কর্মসূচীর অংশ হিসেবে দু'বছর আগে দু'দেশের মধ্যে কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্কপ্রতিষ্ঠার পর আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলপত্রে স্বাক্ষর। এর মধ্যে কূটনীতি, আর্থ-বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং শক্তিসম্পদ ও খনি শিল্প ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে।
মবেকি বলেছেন, দু'দেশ সহযোগিতার ধারাবাহিক দলিলপত্র স্বাক্ষর করার মধ্য দিয়ে দু'দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাঠান্য পেয়েছে। তিনি বলেন, দু'দেশের সরকার অব্যহতভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ককে জোরদার, সম্প্রসারণ এবং গভীরতর করার চেষ্টা চালিয়ে হবে ।
|