চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ই সিয়াও চেন ২১ জুন বলেছেন , চীন সফট্ ওয়্যার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ওপর ব্যাপক গুরুত্ব দেয় এবং চীনে এই ক্ষেত্রে পুঁজিবিনিয়োগের জন্য বিদেশী ব্যবসায়ীদের উত্সাহ দেয় ।
উত্তর চীনের তা লিয়ান শহরে অনুষ্ঠিত বিশ্বের সফট্ ওয়্যার আর তথ্য পরিসেবা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের ফোরামে তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , চীনে সফট্ ওয়্যার শিল্পের ক্ষেত্রে উত্কৃষ্ট ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে । ২০০৫ সালে চীনে সফট্ ওয়্যার শিল্পে বিক্রির আয় ২০০৪ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়ে ৩৯০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । তিনি বলেছেন , আন্তঃদেশীয় কোম্পানির সঙ্গে চীনের সফট্ ওয়্যার শিল্প প্রতিষ্ঠানের যে কৌশলগত সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠিত হবে , চীন তা সমর্থন করে । চীন তার দেশে সফট্ ওয়্যার গবেষণা ও উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার জন্য বিদেশী ব্যবসায়ীদের উত্সাহ দেবে এবং সফট্ ওয়্যার বিষয়ক প্যাটেন্ট রক্ষা করার জন্য জোরালো ব্যবস্থা নেবে ।
|