চীনের রাষ্ট্রীয় প্যাটেন্ট ব্যুরো সূত্রে জানা গেছে , এবছর চীনে আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের সংখ্যা দ্রুত বাড়ছে । এ বছরের শেষ নাগাদ এই সংখ্যা৩ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে ।
চীনের রাষ্ট্রীয় প্যাটেন্ট ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , এবছরের প্রথম ৫ মাসে চীনের আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি বেড়ে ১ হাজার ২ শো হয়েছে । বিশেষজ্ঞরা আন্দাজ করেন যে , এবছর চীনের আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের সংখ্যা প্রথম বারের মতো ৩ হাজার ছাড়িয়ে যাবে ।
জানা গেছে , চীন ১৯৯৪ সালে আন্তর্জাতিক প্যাটেন্ট সহযোগিতা ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় । ২০০৫ সালে চীনের আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের সংখ্যা দু' হাজার চার শো বাহান্নে দাঁড়িয়েছে । পৃথিবীতে আন্তর্জাতিক প্যাটেন্ট আবেদনের সংখ্যার দিক থেকে চীনের স্থান দশম ।
|