ভারতের আর্থ-বাণিজ্য বিষয়ক কর্মকর্তা ফার্নানদেসের নেতৃত্বাধীন একটি আর্থ-বাণিজ্যিক প্রতিনিধি দল ২০ জুন বিকালে চীন সফর শেষ করেছেন। তারা চীন-ভারত সীমা-রেখার সমুদ্রতল থেকে ৪৫৪৫ মিটার উঁচু নাতুলাপাস পথে স্বদেশে ফিরে গেছেন।
১৭ জুন বিকালে সাতজনের সমন্বয়ে গঠিত ভারতের আর্থ-বাণিজ্যিক প্রতিনিধি দল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত এলাকার লাসায় আসেন । লাসায় থাকাকালে তাঁরা চীন পক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী ৬ জুলাই তিব্বত ও ভারতের সিকিমের নাতুলাপাস পাহাড়ের বাণিজ্যিক পথ আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে দুদেশের ৪০ বছরের বেশি সময় বন্ধ থাকা দুদেশের সীমান্ত বাণিজ্য আবার শুরু হবে।
|