২০ জুন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া জোর দিয়ে বলেছেন, কসোভো সমস্যা ব্যাপক ও জটিল হওয়ার জন্যে আন্তর্জাতিক সমাজের সমন্বিত সিদ্ধান্ত নেয়া দরকার ,যাতে এই সমস্যা ভালভাবে সমাধান করা যায় ।
একইদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কসোভো সমস্যা নিয়ে আলোচনাকালে তিনি বলেছেন, গত বছরের শেষ দিকে কসোভো বিষয়ে অবশেষে স্থান সংক্রান্ত আলোচনা শুরু হওয়ার পর, জাতিসংঘের মধ্যস্থতা ও সমন্বয়ে সার্বিয়া ও কসোভো কর্তৃপক্ষ বহু দফার সরাসরি আলোচনা করেছে এবং কিছু মতৈক্য হয়েছে । চীন মনে করে, এটা পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করতে অনুকূল হবে এবং কসোভো সমস্যার সমাধান ত্বরান্বিত করবে ।
তিনি জোরদিয়ে বলেছেন, চীন দু'পক্ষের সংলাপকে স্বাগত জানায় এবং শান্তি বৈঠকের মাধ্যমে দু'পক্ষের গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করাকে সমর্থন করে।
|