বিশ্ব তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি ও উন্নয়ন ইউনিয়নের প্রথম অধিবেশন ২০ জুন মালয়েশিয়া ফেডারেল সরকারের প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় সমাপ্ত হয়েছে। অধিবেশনে ইউনিয়নের ভবিষ্যত্ উন্নয়নের কিছু মৌলিক নীতি এবং কাঠামোগত সমস্যায় মতৈক্যে পৌঁছেছে এবং ইউনিয়নের ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনা উত্থাপিত হয়েছে।
অধিবেশনে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বহু পক্ষের অংশগ্রহন হচ্ছে বিশ্ব তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি ও উন্নয়ন ইউনিয়ন আর "তথ্য এবং টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত পরিকল্পনার" এক প্রধান মৌলিক নীতি। তথ্য এবং টেলিযোগাযোগের প্রযুক্তির এক রকম সুপ্ত বিপ্লব বিকাশের যন্ত্র হিসেবে তাকে সক্রিয় সমর্থন করা উচিত, যাতে তা দ্রুত ও ফলপ্রসূভাবে কাজে লাগানো যায়।
বিবৃতিতে বলা হয়েছে, আধুনিক সমাজের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের প্রক্রিয়ায় "তথ্য এবং টেলিযোগাযোগ প্রযুক্তির ত্বরান্বিতকরণ পরিকল্পনাকে" আর্থ-সামাজিক সার্বিক বিকাশের কৌশল আর পরিকল্পনায় তালিকাভুক্ত করা উচিত।
|