২০ জুন বিশ্ব বাণিজ্য সংস্থা জেনিভায় এক রিপোর্টে তাইওয়ান ও চীনের মূলভূভাগের মধ্যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে। তা তাইওয়ানের অর্থনীতির উন্নয়নের জন্যে সহায়ক হবে।
চীনের থাইপের বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর প্রথম বাণিজ্যিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে আরো বলা হয়েছে, তাইওয়ান প্রণালীর দুতীরের অর্থনৈতিক যোগাযোগ দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু তাইওয়ান পক্ষ মূলভূভাগের প্রায় ২ হাজার ২০০টি বাণিজ্যিক পণ্য আমদানি আরো সীমিত করে।
জানা গেছে, দুতীরের বাণিজ্য তাইওয়ানের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাইওয়ানের দুতীরের পরিবহন নীতি শিথিল করার দরকার ।
|